ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

রাজনীতি

জিয়ার নাম উচ্চারিত হলে আওয়ামী লীগের হৃদকম্পন ওঠে: মোশাররফ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩৯ ঘণ্টা, মে ২৮, ২০১১
জিয়ার নাম উচ্চারিত হলে আওয়ামী লীগের হৃদকম্পন ওঠে: মোশাররফ

ঢাকা: বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, ‘যতবার জিয়ার নাম উচ্চারিত হয় ততবার আওয়ামী লীগের হৃদকম্পন ওঠে। ’

শনিবার দুপুরে জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদ আয়োজিত ‘শহীদ জিয়ার কর্মময় জীবন’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।



সম্মিলিত পেশাজীবী পরিষদ আহ্বায়ক প্রকৌশলী মাহমুদুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন, সদস্য সচিব ডা. এজেএম জাহিদ হোসেন, বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুলাহ আল নোমান, চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাড. খন্দকার মাহবুব হোসেন, ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাবেক সভাপতি ড. অধ্যাপক সদরুল আমিন প্রমুখ।

ড.খন্দকার মোশাররফ হোসেন আরও বলেন, ‘শেখ মুজিবুর রহমান ও আওয়ামী লীগ যেখানে ব্যর্থ জিয়াউর রহমান ও বিএনপি সেখানে সফল। এ সফলতার কারণেই আওয়ামী লীগ জিয়াউর রহমান ও বিএনপিকে ভয় পায়। ’
 
সৈনিক, রাষ্ট্রনায়ক ও রাজনীতিক হিসেবে জিয়াউর রহমান পুরোপুরি সফল ছিলে বলেও দাবি করেন  তিনি।

তিনি বলেন, ‘সৈনিক জীবনে তিনি স্বাধীনতার ঘোষণা দিয়েছেন। রণাঙ্গনে যুদ্ধ করেছেন। রাষ্ট্রনায়ক হিসেবে স্বতন্ত্র জাতি সত্ত্বার পরিচয় এনে দিয়েছেন। একজন রাজনীতিক হিসেবে প্রতিষ্ঠা করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। ’  

বাংলাদেশ সময়: ১৪৩৩, মে ২৭, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।