ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

রাজনীতি

ইলেক্ট্রনিক ভোট পদ্ধতির নির্বাচনে বিএনপি অংশ নেবে না: মওদুদ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৫৪ ঘণ্টা, মে ২৮, ২০১১
ইলেক্ট্রনিক ভোট পদ্ধতির নির্বাচনে বিএনপি অংশ নেবে না: মওদুদ

ঢাকা: বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ বলেছেন, আগামী সংসদ নির্বাচনে যদি ইলেক্ট্রনিক ভোটিং সিস্টেম চালু করা হয়, তবে সে নির্বাচনে বিএনপি অংশ নেবে না।

শনিবার সকালে সংসদ ভবনের এমপি হোস্টেলের সামনে বিএনপির সংসদীয় দলের এক মানববন্ধনে তিনি একথা বলেন।



আগামী ৩০ মে দলটির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকীতে সরকারি ছুটি এবং বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতারে তার জীবন বৃত্তান্ত প্রচারের দাবিতে তারা এ মানববন্ধন করে।

পরে এক সংক্ষিপ্ত সমাবেশে ব্যারিস্টার মওদুদ বলেন, ‘বর্তমান সরকার জানে তারা আগামী নির্বাচনে আর জয়লাভ করতে পারবে না। এ কারণেই তারা ইলেকট্রনিক ভোটিং সিস্টেম চালু করতে চাচ্ছে। আর ওই পদ্ধতিতে মহাকারচুপি হবে। ’

মানববন্ধনে আরও উপস্থিত ছিলেন বিরোধী দলের চিফ হুইপ জয়নুল আবদীন ফারুক, জয়নাল আবেদীন (ভিপি জয়নাল), শহীদউদ্দিন চৌধুরী এ্যানি প্রমুখ।

বাংলাদেশ সময়: ১০৫৩ ঘণ্টা, মে ২৮, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad