ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

রাজনীতি

জিয়া আ’লীগের পুনঃজন্ম দিয়েছেন: হান্নান শাহ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০৯ ঘণ্টা, মে ২৭, ২০১১
জিয়া আ’লীগের পুনঃজন্ম দিয়েছেন: হান্নান শাহ

ঢাকা: প্রয়াত রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান আওয়ামী লীগের পুনঃজন্ম দিয়েছেন বলে দাবি করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য ব্রিগে. জে. (অব.) আ স ম হান্নান শাহ।

শুক্রবার বিকেলে জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৩০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে জিয়া স্মৃতি সংসদ আয়োজিত ‘স্মৃতিতে অমর জিয়া’ শীর্ষক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।



হান্নান শাহ বলেন, ‘প্রয়াত শেখ মুজিবর রহমান একদলীয় বাকশাল কায়েম করে আওয়ামী লীগের কবর রচনা করেছিলেন। এর পর প্রেসিডেন্ট জিয়াউর রহমান বহুদলীয় গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করে আওয়ামী লীগের পুনঃজন্ম দিয়েছিলেন। এ কারণে আওয়ামী লীগ প্রধানের উচিত জিয়াউর রহমানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা। ’

তিনি বলেন, ‘জিয়াউর রহমানকে কেবল আওয়ামী লীগ ভয় পায় না। ভয় পায় ভারত। ’

কারণ ব্যাখ্যা করতে গিয়ে তিনি বলেন, ‘১৯৬৫ সালে পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ করতে গিয়ে ভারত খুব একটা সুবিধা করতে পারেনি। কারণ, এই যুদ্ধে পাকিস্তানের পক্ষে ইস্টবেঙ্গল রেজিমেন্টের একটি ফোর্সের নেতৃত্ব দিয়েছিলেন মেজর জিয়া। তার সেই পিটুনির কথা ভারত আজও ভুলতে পারেনি। ’

হান্নান শাহ আরও বলেন, ‘৭১’ মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশের পক্ষে বিশ্ব স্বীকৃতি আদায় করতে গিয়ে ইন্দিরা গান্ধীকে একজন সেনা কর্মকর্তার দারস্ত হতে হয়েছিল। আর তিনি হলেন মেজর জিয়াউর রহমান। ’

জিয়া স্মৃতি সংসদের সভাপতি এম এ মান্নান জমাদারের সভাপতিত্বে সভায় আরও বক্তৃতা করেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা শামসুজ্জামান দুদু, গণশিক্ষা বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট সানাউল্লাহ মিয়া, জাতীয় নির্বাহী কমিটির সদস্য মেজর (অব.) মো. হানিফ,  ৭০’র ছাত্র নেতা তাজুল ইসলাম প্রমুখ।


বাংলাদেশ সময়: ১৯১০ ঘণ্টা, মে ২৭, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।