ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

রাজনীতি

সুদখোরকে প্রেসিডেন্ট বানাতে চায় বিএনপি: দিলীপ বড়ুয়া

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১৪ ঘণ্টা, মে ২৭, ২০১১
সুদখোরকে প্রেসিডেন্ট বানাতে চায় বিএনপি: দিলীপ বড়ুয়া

ঢাকা: সুদখোরকে প্রেসিডেন্ট বানাতে বিরোধী দলীয় নেত্রী দেশের বাইরে গিয়ে দেশের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছেন বলে অভিযোগ করেছেন শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়া।

তিনি বলেন, ‘একজন নামকরা সুদখোরকে প্রেসিডেন্ট বানাতে চায় বিএনপি।

তাই দেশের বাইরে গিয়ে দেশের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছেন বিরোধীদলীয় নেত্রী। বিদেশিদের কাছে সেই বিশ্বস্বীকৃত সুদখোরকে প্রেসিডেন্ট বানানোর কথা বলে বর্তমান সরকারের বিরুদ্ধে তিনি ষড়যন্ত্র করছেন। ’

শুক্রবার সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে বঙ্গবন্ধু একাডেমি আয়োজিত ‘প্রেক্ষাপট: বর্তমান রাজনীতি, বিরোধীদলের অযৌক্তিক ইস্যু’ শীর্ষক আলোচনাসভায় প্রধান অতিথির বক্তব্যে শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়া একথা বলেন।

তিনি আরও বলেন, ‘বর্তমান মহাজোট সরকার মুক্তিযুদ্ধের চেতনায় দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে। আর বিরোধীদল মধ্যবর্তী নির্বাচনের মতো মামা বাড়ির আবদার করছে। দেশের বাইরে গিয়েও তাদের দেশবিরোধী ষড়যন্ত্র অব্যাহত আছে। ’

একটি বেসরকারি প্রতিষ্ঠানের সাবেক প্রধান এবং দেশে ও আন্তর্জাকিভাবে বহুল আলোচিত-সমালোচিত ব্যক্তির প্রতি ইঙ্গিত করে মন্ত্রী বলেন, ‘জনগণের কাছে ঘৃণিত সুদখোর ও তার বিদেশি বন্ধুদের নিয়ে ষড়যন্ত্র করলে দেশবাসী তা প্রতিরোধ করবে। ’

হেমায়েত উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে আলোচক হিসেবে উপস্থিত ছিলেন আইন প্রতিমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম, আাওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহমেদ হোসেন, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক অরুণ সরকার রানা প্রমুখ।

সভায় আইন প্রতিমন্ত্রী বলেন, ‘বিএনপি পতিত স্বৈরাচারী। তারা তারেক আর কোকোকে বাঁচাতে নানা ষড়যন্ত্র করছে। কিন্ত আইন অনুযায়ী তারেক-কোকোর বিচার হবে, তাদের কোনো রেহাই নেই। ’

আহমেদ হোসেন বলেন, ‘আওয়ামী লীগ দেশের জন্য কাজ করে যাচ্ছে। দেশি-বিদেশি কোনো শক্তি আওয়ামী লীগকে তার পথ থেকে সরাতে পারবে না। ’

বাংলাদেশ সময় : ১২৩০ ঘণ্টা, মে ২৭, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।