ঢাকা, শনিবার, ৬ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

রাজনীতি

ব্লেইকের সঙ্গে খালেদার সাক্ষাৎ বৃহস্পতিবার

শেহাবুদ্দিন কিসলু | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫৪ ঘণ্টা, মে ২৪, ২০১১

নিউইয়র্ক: বিরোধীদলীয় নেত্রী ও বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া বৃহস্পতিবার মার্কিন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্র মন্ত্রী রবার্ট ব্লেইকের সাথে দেখা করবেন।

বিএনপি চেয়ারপারসনের ঘনিষ্ঠ সূত্র এ কথা জানিয়েছে।



খালেদা জিয়া বর্তমানে ওয়াশিংটনের গ্র্যান্ড হায়াত হোটেলে অবস্থান করছেন।

সেখানে বৃহত্তর ওয়াশিংটন ডিসি বিএনপির উদ্যোগে মঙ্গলবার সন্ধ্যায় তাকে গণসংবর্ধনা দেওয়া হবে।

তাছাড়া ওয়াশিংটন ভিত্তিক প্রভাবশালী মহলের কয়েকজনের সাথেও তিনি দেখা করবেন বলে জানা গেছে।

ওয়াশিংটনে আসার পথে খালেদা জিয়া নিউ জার্সি অঙ্গরাজ্যের সিনেট চেম্বারে সিনেটের সভাপতি ও সংখ্যালঘু নেতার সাথে দেখা করেন।

সেখানে সিনেট সদস্য ও সরকারি কর্মকর্তাদের উদ্দেশে ভাষণও দেন তিনি।

বাংলাদেশ সময়: ২০২৫ ঘণ্টা, ২৪ মে, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।