ঢাকা, বৃহস্পতিবার, ১১ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

রাজনীতি

সরকার পতনের নয়, জনগণের জন্য কাজের ক্ষেত্র প্রস্তুত করুন: প্রধানমন্ত্রী

সিনিয়র করেসপনডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬১৭ ঘণ্টা, আগস্ট ১, ২০১০
সরকার পতনের নয়, জনগণের জন্য কাজের ক্ষেত্র প্রস্তুত করুন: প্রধানমন্ত্রী

ঢাকা : সরকার পতনের আন্দোলন নয়, জনগণের জন্য কাজের ত্রে প্রস্তুত করতে বিরোধী দলের নেতা খালেদা জিয়ার প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন, আন্দোলনের ত্রে প্রস্তুতের নামে বিরোধী দল নানাভাবে মানুষের জীবনে প্রতিবন্ধকতা সৃষ্টি করছে, রক্ত ঝরাচ্ছে।



প্রধানমন্ত্রী বলেন, ‘বিরোধী দলীয় নেতাকে আমি অনুরোধ করবো, জনগণের জন্য কাজের ত্রে প্রস্তুত করুন। মানুষ পুড়িয়ে মারার এই ঘৃণ্য রাজনীতি বন্ধ করতে হবে। ’

প্রধানমন্ত্রী রোববার শোকের মাস আগস্টের শুরু উপলে কৃষকলীগের আলোচনা সভা ও স্বেচ্ছায় রক্তদান কর্মসুচির উদ্বোধনকালে এ কথা বলেন। ধানমন্ডির বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর প্রাঙ্গণে ১৫ আগস্ট জাতীয় শোকদিবস উপলক্ষ্যে এ কর্মসূচির আয়োজন করা হয়।

প্রধানমন্ত্রী আরো বলেন, ‘জনগণের জন্য কি করবেন সেটা বলুন, তাদের আস্থা ও বিশ^াস অর্জন করুন। দেশের মানুষের কাছে নাকে খত দিন আর দুর্নীতি করবেন না, জঙ্গীবাদ সৃষ্টি করবেন না। তাহলেই জনগণ আপনাদের ইশতেহার গ্রহণ করবে। অন্যথায় মানুষ আপনাকে আর গ্রহণ করবে না। ভোটও দেবে না। ’

শেখ হাসিনা বলেন, ‘যখনই জনগণের জন্য কাজ করতে যাই, তখন অনেকেরই সেটা পছন্দ হয় না। তবে তাদের কষ্টও আমি বুঝি। মতায় থেকে যারা কালো টাকা বানিয়েছিল, এখন কালো টাকা বানানোর সুযোগ না পেয়েই সরকার উৎখাতের ত্রে প্রস্তুতের হুমকি দিচ্ছেন। হরতালের নামে গাড়িতে আগুন ধরিয়ে দিয়ে মানুষকে পুড়িয়ে মারছে। ’

শেখ হাসিনা বলেন, ‘বিরোধী দলের নেতাকে জিজ্ঞাসা করি, একজন মুসলমান হয়ে কীভাবে তিনি আরেকজন মুসলমানকে পুড়িয়ে মারার নির্দেশ দিতে পারেন। তার ক্যাডাররা কিভাবে এটা করতে পারে। ’
 
তিনি বলেন, মহাজোট সরকার সুষ্ঠুভাবে দেশ পরিচালনা করছে, মানুষের জন্য কাজ করছে। তাই কোনো ইস্যু না পেয়ে বিরোধী দলীয় নেতা মানুষ পুড়িয়ে হত্যা ও সন্ত্রাস করে সরকার উৎখাতের আন্দোলনের ত্রে প্রস্তুত করতে চাচ্ছেন।

প্রধানমন্ত্রী বলেন,যারা পাঁচ বছর দেশে দুর্নীতি, লুটপাট, হত্যা ও সন্ত্রাস করেছে, গ্রেনেড মেরে মানুষ হত্যা করেছে, জঙ্গিবাদ সৃষ্টি করেছে দেশের মানুষ তাদের আর কোনো দিনই ভোট দিয়ে মতায় বসাবে না ।

শেখ হাসিনা জাতীয় শোক দিবসকে সামনে রেখে দলের নেতাকর্মীদের বঙ্গবন্ধুর ত্যাগের আদর্শকে অনুসরণ করে মানুষের কল্যাণে কাজ করার শপথ নেওয়ার জন্য আহ্বান জানান। তিনি বলেন, ‘জাতির পিতার আদর্শ অনুসরণ করে সুখী সৃমদ্ধ, সোনার বাংলা গড়বো এটাই হোক আমাদের শপথ। ’

তিনি সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মকান্ড তুলে ধরে বলেন, বঙ্গবন্ধুর সৈনিকরা মতায় গেলে মানুষ কিছু পায়। তারা জানে সরকার মানে জনগণের সেবক। সরকার মানে লুটপাট, দুর্নীতি আর রাতারাতি আঙুল ফুলে কলাগাছ হয়ে যাওয়া নয়। সরকার মানে জনগণকে কিছু দেওয়া, নিজেরা নেওয়া নয়।

কৃষক লীগের সভাপতি ড. মীর্জা আ্ব্দুল জলিলের সভাপতিত্বে সভায় আরো বক্তব্য রাখেন আওয়ামী লীগের সভাপতিমন্ডলির সদস্য কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ, উপদেষ্টামন্ডলির সদস্য অ্যাডভোকেট রহমত আলী, খাদ্যমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক, স্বাস্থ্যমন্ত্রী অধ্যাপক ডা. আফম রুহুল হক, কৃষক লীগের সাধারণ সম্পাদক মোতাহার হোসেন মোল্লা প্রমুখ।    

বাংলাদেশ সময় ১৭১৫ ঘণ্টা, আগস্ট ১, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।