bangla news

পিছু হটেও ওপেন চ্যালেঞ্জ আমিনীর

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১১-০৫-২৪ ৪:২১:১৮ এএম

আসছে ২৭ মে মুক্তাঙ্গনে মহাসমাবেশ আয়োজনের সিদ্ধান্ত থেকে পিছু হটেছেন ইসলামী আইন বাস্তবায়ন কমিটির আমীর মুফতি ফজলুল হক আমিনী।

ঢাকা: আসছে ২৭ মে মুক্তাঙ্গনে মহাসমাবেশ আয়োজনের সিদ্ধান্ত থেকে পিছু হটেছেন ইসলামী আইন বাস্তবায়ন কমিটির আমীর মুফতি ফজলুল হক আমিনী।

তবে সরকার ঘোষিত নারী নীতিতে কোরআন ও সুন্নাহ বিরোধী ধারা না থাকার দাবি প্রমাণ করার আহবান জানিয়েছেন তিনি।

মঙ্গলবার দুপুরে লালবাগস্থ ইসলামী আইন বাস্তবায়ন কমিটির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ আহবান জানান।  

সরকারকে ওপেন চ্যালেঞ্জ জানিয়ে আমিনী বলেন, ‘শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার স্বার্থে ২৭ মে মুক্তাঙ্গনের মহাসমাবেশ স্থগিত করলেও নারী নীতির কোরআন-সুন্নাহ বিরোধী ধারা বাতিলের দাবিতে আমাদের আন্দোলন অব্যাহত থাকবে। ২৬ জুন প্রেসক্লাবের সমাবেশে সরকার প্রতিনিধি পাঠিয়ে প্রমাণ করুক জাতীয় নারী নীতিতে কোরআন-সুন্নাহ বিরোধী ধারা নেই। তাহলে আমরা নারী নীতির বিরোধীতা ছেড়ে দেব।’

তিনি বলেন, ‘সরকার আমাদের ওপেন চ্যালেঞ্জ গ্রহণ করে ২৬ জুন প্রেসক্লাবের সমাবেশে উপস্থিত না হলে ধরে নেব, নারী নীতিতে কোরআন-সুন্নাহ বিরোধী ধারা রয়েছে। এজন্য-ই তারা আসেনি।’

সরকারকে সতর্ক করে আমিনী আরো বলেন, ‘১৪৪ ধারা ভেঙ্গে ২৭ মে মুক্তাঙ্গনে মহাসমাবেশ করার ক্ষমতা আমাদের আছে। তবে এ কথা নিশ্চিত যে ১৪৪ ধারা ভেঙ্গে মহাসমাবেশ করতে গেলে রক্তক্ষয়ী সংঘর্ষ হবে। আমরা সংঘর্ষ ও সংঘাতের রাজনীতি পছন্দ করি না।’

সংবাদ সম্মেলনে আরো ছিলেন- কমিটির নায়েবে আমীর মাওলানা আব্দুল লতিফ নেজামী, মাওলানা মুজিবুর রহমান পেশওয়ারী, যুগ্ম-মহাসচিব মুফতী মুহা. তৈয়্যেব, সাংগঠনিক সচিব মুফতী ফয়জুল্লাহ, ঢাকা মহানগর সেক্রেটারি মাওলানা আবুল কাশেম, কেন্দ্রীয় প্রচার সম্পাদক মাওলানা আহলুল্লাহ ওয়াছেল, মাওলানা যোবায়ের আহমদ, মাওলানা জসিম উদ্দীন, মাওলানা ফজলুল করীম কাসেমী, মাওলানা সাখাওয়াত হোসাইন প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৫৪৩ ঘণ্টা, মে ২৪, ২০১১

        ইউটিউব সাবস্ক্রাইব করুন  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Alexa
cache_14 2011-05-24 04:21:18