ঢাকা, বৃহস্পতিবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৮ মার্চ ২০২৪, ১৭ রমজান ১৪৪৫

রাজনীতি

আবারও জামায়াতের গতানুগতিক কর্মসূচি

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪৮ ঘণ্টা, মে ২৪, ২০১১
আবারও জামায়াতের গতানুগতিক কর্মসূচি

ঢাকা: সরকারের বিরুদ্ধে বিভিন্ন গণবিরোধী তৎপরতার অভিযোগ এনে আবারও গতানুগতিক কর্মসূচি ঘোষণা করল বাংলাদেশ জামায়াতে ইসলামী।

কর্মসূচির মধ্যে রয়েছে সিএনজি ও জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে ২৬ মে দেশব্যাপী মানববন্ধন, জামায়াতের আমীর মতিউর রহমান নিজামীকে ১০ ট্রাক অস্ত্র মামলা ও সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মদ মুজাহিদকে একুশে আগস্ট গ্রেনেড হামলা মামলায় জড়ানোর প্রতিবাদে ১ জুন দেশব্যাপী বিক্ষোভ সমাবেশ, তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি বাতিলের ষড়যন্ত্রের প্রতিবাদে ৯ জুন দেশব্যাপী প্রতিবাদ সমাবেশ ও দ্রব্যমূল্য উর্ধ্বগতির প্রতিবাদে ১৫ জুন দেশব্যাপী বিক্ষোভ সমাবেশ।



মঙ্গলবার দুপুরে মগবাজার জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে দলটির ভারপ্রাপ্ত সেক্রেটারি  জেনারেল এটিএম আজহারুল ইসলাম এ কর্মসূচি ঘোষণা করেন।

গত বছর জুনে দলের কেন্দ্রীয় নেতারা গ্রেপ্তার হওয়ার পর এ ধরণের কর্মসূচির মধ্যেই সীমাবদ্ধ রয়েছে জামায়াত।

পূর্বের মতো এ কর্মসূচিগুলোও ঘরোয়া পরিবেশে হবে কিনা জানতে চাইলে এটিএম আজহারুল ইসলাম বলেন, ‘কর্মসূচি আজই তো পালন হচ্ছে না। কর্মসূচির দিনটি আসুক তারপর বোঝা যাবে। ’

দেশ গণঅভ্যুত্থানের দিকে এগিয়ে যাচ্ছে দাবি করে জামায়াতের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল বলেন, ‘সরকারের অব্যাহত জুলুম-নির্যাতনের কারণে জনগণের মধ্যে যে ক্ষোভের সৃষ্টি হচ্ছে তাতে যে কোনো মুহূর্তে গণঅভ্যুত্থান ঘটতে পারে।

তিনি বলেন, বর্তমান সরকারের বিরুদ্ধে তাদের দলের লোকেরাই সমালোচনা করছে। ব্যর্থ এই সরকারের বিরুদ্ধে তীব্র গণআন্দোলন এখন সময়ের দাবি। ’

গণতন্ত্রের পথে না ফিরলে ও নির্যাতন বন্ধ না করলে জনগণ সরকার পতনের আন্দোলনে নামতে বাধ্য হবে বলেও সতর্ক করে দেন তিনি।

বিএনপির মধ্যবর্তী নির্বাচনের দাবিকে সমর্থন করেন কিনা- এ প্রশ্নের  কৌশলী জবাব দেন এটিএম আজহার।

তিনি বলেন, ‘সরকার যেহেতু সবক্ষেত্রে ব্যর্থ সেহেতু মধ্যবর্তী নির্বাচনের দাবি কেবল বিএনপির একার নয়। এ দাবি দেশের সমগ্র জনগণের। তবে সেই মধ্যবর্তী নির্বাচন কার অধীনে হবে সেই বিষয়টি নিয়েই আমরা কথা বলছি। ’

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, দলের সহকারী সেক্রেটারি জেনারেল ডা. শফিকুর রহমান, প্রচার বিভাগের সহকারী সেক্রেটারি মতিউর রহমান আকন্দ, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ডা. আব্দুল্লাহ মুহাম্মদ তাহের, ঢাকা মহানগর আমীর মাওলানা রফিকুল ইসলাম খান, সেক্রেটারি হামিদুর রহমান আযাদ, মহানগর সহকারী সেক্রেটারি নুরুল ইসলাম বুলবুল, মহানগর প্রচার বিভাগের  সেক্রেটারি শফিকুল ইসলাম মাসুদ প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৫১১ ঘণ্টা, মে ২৪, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।