ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

রাজনীতি

বিদেশে গিয়ে লাভ নেই : খালেদাকে সুরঞ্জিত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪১ ঘণ্টা, মে ২৪, ২০১১
বিদেশে গিয়ে লাভ নেই : খালেদাকে সুরঞ্জিত

ঢাকা: আওয়ামী লীগে উপদেষ্টা মণ্ডলীর সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত বিরোধী দলীয় নেত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে উদ্দেশ্য করে বলেছেন, ‘বিদেশে গিয়ে কোনো লাভ নেই। দেশের সমস্যা দেশেই সমাধান করতে হবে।



মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ আওয়ামী মুক্তিযোদ্ধা প্রজন্মলীগ আয়োজিত ‘শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন ও বর্তমান বাংলাদেশ’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

বিএনপির মধ্যবর্তী নির্বাচনের দাবিকে অগ্রহণযোগ্য ও হাস্যকর অভিহিত করে তিনি বলেন, ‘সাংবিধানিক নিয়ম অনুয়ায়ী সময়মতোই দেশে নির্বাচন হবে। ’

তিনি বলেন, ‘এগুলো বাদ দিয়ে সংসদে ফিরে এসে সরকারের দুর্বলতা ও কোনো বিষয়ে দ্বিমত থাকলে জাতির কাছে তা তুলে ধরে জাতিকে বিকল্প পথ দেখাতে পারেন। ’

খালেদা জিয়া বিচারপতি খায়রুল হককে প্রধান উপদেষ্ট মানবেন না একথা উল্লেখ করে সুরঞ্জিত বলেন, ‘বাড়ির মামলার রায় পক্ষে যায়নি, সেই ক্রোধ থেকেই খালেদা এমন উক্তি করেছেন। ’

তিনি বলেন, ‘রাগ করলে করবেন আপনাকে কুপরামর্শদাতা মওদুদের ওপর। কারণ মওদুদই আপনাকে আদালতে যাওয়ার পরামর্শ দিয়েছিল। আর আদালতে গেলে রায় তো মেনে নিতেই হবে। এই মামলায় শেখ হাসিনার কোনো পক্ষ ছিল না। ’

বিচারপতি খায়রুল হক সামরিক শাসনকে অবৈধ বলে রায় দিয়েছেন, উল্লেখ করে তিনি বলেন, ‘এদেশের জনগণ সামরিক শাসন চায় না, আপনি কেন বোঝেন না। অভিমান থাকলে সেটা আপনার ব্যক্তিগত, জনগণ তাকে গুরুত্ব দেয় না। ’

বিএনপির সংসদে ফেরা প্রসঙ্গে বিএনপির তিন নেতার (মির্জা ফখরুল, জয়নুল আবদিন ফারুক ও মওদুদ) তিন রকমের বক্তব্য প্রসঙ্গে তিনি বলেন, ‘এ নিয়ে মাঠ গরম করলে আগামী দিনের রাজনীতি হবে না। ’

সংসদে বিএনপি যোগ না দিলেও আওয়ীমী লীগই এখন সরকারি ও বিরোধী দলের দায়িত্বপালন করছে উল্লেখ করে তিনি বলেন, ‘গতকাল সংসদে আওয়মী লীগের প্রেসিডিয়াম সদস্য শেখ সেলিম শেয়ারবাজার কেলেংকারির সঙ্গে জড়িত আওয়ামী লীগের লোকজনের বিরেুদ্ধে কথা বলেছেন। এর মাধ্যমে সেখানে গণতন্ত্র চর্চা হচ্ছে। ’

তিনি বলেন, ‘গুটি কয়েক মানুষের জন্য দলকে জিম্মি করা যাবে না। শেয়ারবাজারের যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের অর্থ ফিরিয়ে দিতে হবে। কারণ তারাও আওয়ামী লীগকে ভোট দিয়েছে। ’

বাংলাদেশ আওয়ামী মুক্তিযোদ্ধা প্রজন্মলীগের সভাপতি আসাদুজ্জামান দুর্জয়ের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, আব্দুল হক সবুজ, সাবেক সাংসদ ওহিদুর রহমান ওহিদুল, বলরাম পোদ্দার, রফিকুল ইসলাম কোতোয়াল প্রমুখ।

বাংলাদেশ সময় : ১৩২৮ ঘণ্টা, মে ২৪, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।