ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

রাজনীতি

প্রসঙ্গ সংসদে যোগদান

খালেদা দেশে ফিরলে সিদ্ধান্ত নেবে বিএনপি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১১৬ ঘণ্টা, মে ২২, ২০১১
খালেদা দেশে ফিরলে সিদ্ধান্ত নেবে বিএনপি

ঢাকা: খালেদা জিয়া দেশে ফেরার পর সংসদে যোগ দেওয়া না দেওয়ার ব্যাপারে বিএনপি সিদ্ধান্ত নেবে বলে জানিয়েছেন বিরোধী দলের চিফ হুইপ জয়নুল আবদীন ফারুক।

রোববার সকালে সংসদ ভবনের মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি একথা জানান।



উল্লেখ্য, যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্র সফর শেষে আগামী ২৯ মে খালেদা জিয়া দেশে ফিরবেন।

জয়নুল আবদীন বলেন, খালেদা জিয়া দেশে ফেরার পর বিএপির সংসদীয় দলের বৈঠকে বসে এ ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে।

এ সময় তিনি অভিযোগ করে বলেন, ‘বর্তমান সরকার বিচার বিভাগের ঘাঁড়ে বন্দুক রেখে সংসদকে পাশ কাটিয়ে সংবিধান কাটাছেঁড়া করছে। সংবিধান সংশোধনে যে বিশেষ কমিটি গঠন করা হয়েছে তা একদলীয় বাকশালী কমিটি। ‘

এ সময় তিনি বিকেলে শুরু হতে যাওয়া এবারের অধিবেশনের সমালোচনা করেন।

ফারুক বলেন, ‘অস্পষ্ট এ অধিবেশনটি নিয়ে জনগণ বিভ্রান্ত। এটি বাজেট অধিবেশন, না বিশেষ অধিবেশন সেটি স্পষ্ট না করে সবাইকে অন্ধকারে রাখা হয়েছে। ’

সংবাদ সম্মেলনে সংসদ ভেঙ্গে দিয়ে মধ্যবর্তী নির্বাচনেরও দাবি জানান বিরোধী দলের এ চিফ হুইপ।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন দলটির সাংসদ নিলুফার চৌধুরী মনি, নজরুল হক মঞ্জু, জয়নাল আবেদীন (ভিপি জয়নাল), জাফরুল ইসলাম চৌধুরী প্রমুখ।

বাংলাদেশ সময়: ১১১১ ঘণ্টা, মে ২২, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।