bangla news
বিরোধী দলের চিফ হুইপ জানতে চান

অধিবেশন সংবিধান সংশোধনের, না জাতীয় বাজেটের?

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১১-০৫-২১ ১:৪০:০৭ এএম

জাতীয় সংসদের আসন্ন অধিবেশনের বিষয় স্পষ্ট করার আহ্বান জানিয়েছেন বিরোধী দলের চিফ হুইপ জয়নাল আবদীন ফারুক। তিনি বলেছেন, এবার যে সংসদ অধিবেশন বসছে সেটি সংবিধানের সংশোধনের না জাতীয় বাজেটের সেটি স্পষ্ট করুন।

ঢাকা: জাতীয় সংসদের আসন্ন অধিবেশনের বিষয় স্পষ্ট করার আহ্বান জানিয়েছেন বিরোধী দলের চিফ হুইপ জয়নাল আবদীন ফারুক।তিনি বলেছেন, এবার যে সংসদ অধিবেশন বসছে সেটি সংবিধানের সংশোধনের না জাতীয় বাজেটের সেটি স্পষ্ট করুন।

শনিবার সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে ‘জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম’ আয়োজিত এক মানববন্ধনে তিনি একথা বলেন।
সাতক্ষীরা সীমান্তে বিএসএফ’র গুলিতে নিহত কিশোর মিলন হোসেন হত্যার প্রতিবাদে এ মানববন্ধনের আয়োজন করা হয়।

এ সময় রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমানের উদ্দেশে জয়নাল আবদীন বলেন, ‘আপনি একজন প্রবীণ রাজনীতিবিদ। আপনার কাছে আমরা আশা করব সংবিধান সংশোধন বা তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার পরিবর্তনে আপনি সম্মতি দেবেন না।’

এতে আরও বক্তব্য রাখেন দৈনিক আমারদেশের ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমান, মুক্তিযুদ্ধের প্রজন্মের সভানেত্রী শামা ওবায়েদ প্রমুখ।

বাংলাদেশ সময়: ১১৩২ ঘণ্টা, মে ২১, ২০১১

        ইউটিউব সাবস্ক্রাইব করুন  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Alexa
db 2011-05-21 01:40:07