ঢাকা, বৃহস্পতিবার, ১১ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

রাজনীতি

সরকার ইউপিডিএফের সন্ত্রাসে মদদ দিচ্ছে: সন্তু লারমা

জেলা প্রতিনিধি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২৫ ঘণ্টা, মে ২০, ২০১১
সরকার ইউপিডিএফের সন্ত্রাসে মদদ দিচ্ছে: সন্তু লারমা

রাঙামাটি: পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের চেয়ারম্যান ও জনসংহতি সমিতির সভাপতি জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় লারমা (সন্তু) বলেছেন, ‘সরকার পার্বত্য চুক্তি বাস্তবায়নে কোনো পদক্ষেপ না নিয়ে পাহাড়ে ইউপিডিএফের সন্ত্রাসে মদদ দিচ্ছে। ’

তিনি বলেন, ‘সরকারের নেতারা একদিকে চুক্তি বাস্তবায়নের কথা বলে মুখে ফেনা তুলে ফেলে, অন্যদিকে তারাই আবার সন্ত্রাসী ইউপিডিএফকে আশ্রয় দিয়ে চুক্তি বাস্তবায়নকে বাধাগ্রস্ত করছে।



ইউপিডিএফ এবং সমাধিকার আন্দোলনকে নিষিদ্ধ করার দাবি জানিয়ে তিনি আরও বলেন, ‘সংবিধানে ক্ষুদ্র- নৃগোষ্ঠী হিসেবে নয়, আদিবাসী হিসেবে স্বীকৃতি দিতে হবে। ’

শুক্রবার রাঙামাটিতে জিমনেসিয়াম মাঠে পাহাড়ী ছাত্র পরিষদের ২২ তম প্রতিষ্ঠাবার্ষিকী এবং ১৬ তম কেন্দ্রীয় সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

সন্তু লারমা বলেন, ‘আগের সরকারগুলোর মতো বর্তমান মহাজোট সরকারও পার্বত্য চট্টগ্রাম নিয়ে ষড়যন্ত্র অব্যাহত রেখেছে। সরকার গত ২৯ মাসে পার্বত্য চুক্তি বাস্তবায়নের জন্য কোনো উদ্যোগই গ্রহণ করেনি। ’

তিনি বলেন, ‘এখানে জুম্ম জনগণের ওপর প্রতিনিয়ত নির্যাতন অব্যাহত রয়েছে। শাসকগোষ্ঠীর ছত্রচ্ছায়ায় জুম্ম জনগণের ওপর প্রতিনিয়তই সাম্প্রদায়িক হাঙ্গামা চালানো হচ্ছে। ফলে পার্বত্য চট্টগ্রামসহ বাংলাদেশের সমগ্র আদিবাসীদের জীবনে সবক্ষেত্রে নেমে এসেছে বিপর্যয়। ’

অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির ভারপ্রাপ্ত সভাপতি হায়দার আকবর খান রনো, গণফোরামের প্রেসিডিয়াম সদস্য পংকজ ভট্টাচার্য, বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক এসএম শুভ, ছাত্রমৈত্রীর সাধারণ সম্পাদক তানভীর রুসমত, আদিবাসী ছাত্র সংগ্রাম পরিষদের সহ-সভাপতি গোপাল চন্দ্র বর্মন প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৭১৫ ঘণ্টা, মে ২০, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।