ঢাকা, শুক্রবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

রাজনীতি

যারা সংবিধান বিশ্বাস করেন না তারা এ দেশের নাগরিক নন: সুরঞ্জিত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩৩১ ঘণ্টা, জুলাই ৩১, ২০১০
যারা সংবিধান বিশ্বাস করেন না তারা এ দেশের নাগরিক নন: সুরঞ্জিত

ঢাকা: সংবিধান সংশোধন কমিটির কো-চেয়ারম্যান সুরঞ্জিত সেন গুপ্ত বলেছেন, ‘যারা দেশের সংবিধান ও মুক্তিযুদ্ধ বিশ্বাস করেন না তারা দেশের নাগরিক নন। ’

তিনি বলেন, ‘১৯৭২ সালের সংবিধান কোনো বায়বীয় সংবিধান না।

ছয় দফা, এগারো দফা যারা বিশ্বাস করেন না, তারা দেশের স্বাধীনতা বিশ্বাস করবেন না। ’ তিনি তাদের দেশ ছেড়ে যেখানে বিশ্বাস আছে সেখানে গিয়ে নাগরিকত্ব নেওয়ার পরামর্শ দেন।

শনিবার সকালে জাতীয় প্রেস কাবের ভিআইপি লাউঞ্জে বাংলাদেশ অ্যাডুকেশনাল রাইটার্স ফোরাম আয়োজিত ‘বাংলাদেশে জঙ্গীবাদ এবং শিবিরের রাজনীতি’ শীর্ষক গোলটেবিল বৈঠকে সুরঞ্জিত সেন এসব কথা বলেন।

যুদ্ধাপরাধী এবং মানবতাবাদী অপরাধের বিষয়ে সুরঞ্জিত সেন বলেন, ‘দেশের স্বাধীনতাযুদ্ধের সময় যারা পাকিস্তানের হয়ে মাত্র নয় মাসে ৩০ লাখ লোককে হত্যা, খুন, ধর্ষণ, অগ্নিসংযোগ করেছে তারাই যুদ্ধাপরাধী। ’

‘জঙ্গিবাদী রাজনীতি অসাংবিধানিক এবং অগণতান্ত্রিক, যা বিশ্বে কোনো দেশ স্বীকৃতি দেয় না, আমরাও দেবো না। ’

দেশের যত জঙ্গিবাদী রাজনীতি হয়েছে সেটার সঙ্গে জামায়াত সম্পৃক্ত উল্লেখ করে সুরঞ্জিত আরও বলেন, ‘জঙ্গিবাদ, সাম্প্রদায়িকতা এবং গণতন্ত্র এক সঙ্গে চলতে পারে না। জঙ্গিবাদের বিরুদ্ধে গোটা জাতি আজ ঐক্যবদ্ধ। স্বাধীনতাযুদ্ধের সময় যারা হত্যা, খুন, ধর্ষণ, অগ্নিসংযোগ করেছে তাদের অবশ্যই কাঠগড়ায় দাঁড়াতে হবে। এ থেকে রেহাই পাবার কোনো পথ নেই।

বিএনপি নেতা ব্যারিস্টার মওদুদকে উদ্দেশ্য করে তিনি বলেন, ‘আইনজীবী হিসেবে সুপ্রিম কোর্টের রায় তিনি মেনে নিয়েছেন ঠিকই। তার দলকেও এ রায় মেনে নিতে হবে। ’

শিক্ষাবিদ ও নাট্যাভিনেতা ড. এনামুল হক বলেন, ‘মুক্তিযুদ্ধের চেতনায় যারা বিশ্বাস করে না তাদেরকে কোনোভাবেই দেশের প্রথম শ্রেণীর নাগরিক হিসেবে গণ্য করা যাবে না। তারা দ্বিতীয় শ্রেণীর নাগরিক হতে পারে। ’  

বৈঠকে মো. ইব্রাহিম হোসেন মূল প্রবন্ধ উপস্থাপন করেন। আরও উপস্থিত ছিলেন ইকবাল সোবহান চৌধুরী, আজিজুল ইসলাম ভূঁইয়া, সম্মিলিত ইসলামী জোটের সভাপতি জিয়াউল হাসান, বিসিএস মুক্তিযোদ্ধা ও মুজিবনগর অফিসার্স-কর্মচারি সমিতির মহাসচিব মো. মুসা, শিক্ষক-কর্মচারি অবসর সুবিধা বোর্ডের সদস্য সচিব অধ্যাপক আসাদুল হক প্রমূখ।

বাংলাদেশ সময়: ১৪৪০ঘণ্টা, জুলাই ৩১, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।