ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

রাজনীতি

রাবিতে ছাত্রলীগের দু’গ্রুপ মুখোমুখি, ক্যাম্পাসে উত্তেজনা

রাবি প্রতিনিধি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২০ ঘণ্টা, মে ১৭, ২০১১

রাবি: হলে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শাখা ছাত্রলীগের দু’গ্রুপ মঙ্গলবার মুখামুখি অবস্থান নেওয়ায় ক্যাম্পাসে বড় ধরনের সংঘর্ষের আশঙ্কা করা হচ্ছে।

সংঘর্ষ এড়াতে ক্যাম্পাসে নিরাপত্তা জোরদার করা হয়েছে।

 

ক্যাম্পাস সূত্র জানায়, মঙ্গলবার বেলা ৩টার দিকে বঙ্গবন্ধু হলের ছাত্রলীগ কর্মী শরীফুল ইসলাম শরীফ তার সহযোগী রকি ও পারভেজকে সঙ্গে নিয়ে একই হলের ২২৭ নম্বর কক্ষের বাসিন্দা অপর ছাত্রলীগ কর্মী নয়নকে হুমকি দিলে উভয় গ্রুপ সশস্ত্রভাবে অবস্থান নেয়।

এসময় বঙ্গবন্ধু হল ও সংলগ্ন এলাকায় আতংক ছড়িয়ে পড়ে।

হলের প্রধান ফটক আটকিয়ে দিয়ে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়।

পরে বিশ্ববিদ্যালয় প্রশাসন ও পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়।

বিশ্ববিদ্যালয় প্রক্টর প্রফেসর ড. চৌধুরী মোহাম্মদ জাকারিয়া বলেন, ‘যারা নৈরাজ্য সৃষ্টি করে ক্যাম্পাসে শিক্ষার পরিবেশ বিঘিœত করবে তাদের ব্যাপারে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। ’

বাংলাদেশ সময়: ১৮১১ ঘণ্টা, মে ১৭, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad