ঢাকা, বৃহস্পতিবার, ২ আশ্বিন ১৪৩২, ১৮ সেপ্টেম্বর ২০২৫, ২৫ রবিউল আউয়াল ১৪৪৭

রাজনীতি

আ’লীগে যোগ দিচ্ছেন ফরিদপুর পৌর মেয়র মেথু

জেলা প্রতিনিধি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:০২, মে ১৭, ২০১১

ফরিদপুর: মঙ্গলবার বিকেলে ফরিদপুরের পৌর মেয়র আওয়ামী লীগে যোগ দিচ্ছেন।

মেয়র শেখ মাহতাব আলী মেথুরর ঘনিষ্ঠ সূত্র বাংলানিউজকে জানায়, সবকিছু ঠিকঠাক থাকলে বিকেল ৫টায় ফরিদপুর জনতা ব্যাংকের মোড়ে জেলা আওয়ামী লীগ আয়োজিত এক সমাবেশে আনুষ্ঠানিকভাবে আওয়ামীলীগে যোগ দিবেন ফরিদপুরের পৌর মেয়র।



সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন।

এ ব্যাপারে মেয়র মেথু বলেন, ‘আমি ও ফরিদপুর পৌরসভার অধিকাংশ কাউন্সিলর আজ বিকেলে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রীর হাতে ফুলের তোড়া দিয়ে আনুষ্ঠানিক ভাবে আওয়ামী লীগে যোগদান করব। ’

বাংলাদেশ সময়: ১৫১৮ ঘণ্টা, ১৭ মে, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।