ঢাকা, শনিবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৭ এপ্রিল ২০২৪, ১৭ শাওয়াল ১৪৪৫

রাজনীতি

বিরোধী দল সম্পর্কে সাজেদা

এরশাদের চেয়ে কম আসন পেয়ে কিভাবে তারা মধ্যবর্তী নির্বাচন চায়

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১০ ঘণ্টা, মে ১৬, ২০১১
এরশাদের চেয়ে কম আসন পেয়ে কিভাবে তারা মধ্যবর্তী নির্বাচন চায়

ঢাকা: জাতীয় সংসদের উপনেতা ও আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি সৈয়দা সাজেদা চৌধুরী বলেছেন, ‘বিরোধী দল মধ্যবর্তী নির্বাচন দাবি করে। কিন্তু হিসেব করে দেখে না বিগত নির্বাচনে তারা কয়টি আসন পেয়েছে।

এরশাদের চেয়ে কম আসন পেয়ে কিভাবে তারা মধ্যবর্তী নির্বাচন চায়। ’

সোমবার বিকেলে শেখ হাসিনার ৩০তম স্বদেশ প্রত্যাবর্তন দিবস (১৭ মে) উপলক্ষে মহানগর নাট্যমঞ্চে বাংলাদেশ আওয়ামী যুবলীগ আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, ‘বিগত নির্বাচনে বিএনপি ১ কোটি ৩৫ লাখ জাল ভোট দিয়েছে। টাকা ব্যবহার করে মানুষকে লোভী বানিয়েছে। কিন্তু মানুষ নৌকাতেই ভোট দিয়েছে। ’

বাংলাদেশকে পাকিস্তান বানানোর জন্য বঙ্গবন্ধুকে তাকে হত্যা করা হয়েছিলো বলেও অভিযোগ করেন তিনি।  

সাজেদা চৌধুরী বলেন, ‘শক্রুরা এখনও তৎপর। তাই সব সময় তাদের মোকাবেলা করার জন্য প্রস্তুত থাকতে হবে। ’

অনুষ্ঠানে বিশেষ অতিখির বক্তব্যে আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী মাহবুবুল আলম হানিফ বলেন, ‘বঙ্গবন্ধুকে হত্যা করে সামরিক কায়দায় ক্ষমতায় এসেছিলেন জিয়াউর রহমান। স্বাধীনতা বিরোধীদের ক্ষমতায় বসিয়ে তিনি শহীদদের সঙ্গে বেঈমানী করেছেন। ’

তিনি বলেন, ‘যুদ্ধাপরাধের বিচার শুরু হয়েছে। বাংলার মাটিতেই তা শেষ হবে। সেইসঙ্গে বিএনপি- জামায়াত জোট সরকারের সময়কার সকল অপরাধের বিচার করা হবে। এমনকি খালেদা জিয়ার দুর্নীতিবাজ ছেলে তারেক রহমান ও আরাফাত রহমানেরও বিচার করা হবে। ’

তিনি বলেন, ‘বিএনপি অভিযোগ করে, আমরা নাকি তারেক-কোকোর বিরুদ্ধে মিথ্যাচার করি। কিন্তু দেশের প্রতিটি মানুষ জানে, তাদের লুটপাট, দুর্নীতি ও হত্যার রাজনীতির কথা। ’

হানিফ বলেন, ‘বেগম জিয়া দেশে আন্দোলন করে কিছুৃ করতে পারেননি। তাই এবার যুক্তরাজ্যে গিয়ে আন্দোলনের হুমকি দিচ্ছেন। সেখান থেকে আন্দোলন করে নাকি দেশে গণতন্ত্র আনবেন। কিন্তু আমাদেও হুমকি দিয়ে লাভ নেই। আন্দোলন করে আওয়ামী লীগকে ক্ষমতা থেকে সরানো যাবে না। ’

বাংলাদেশ আওয়ামী যুবলীগের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আলহাজ মো. ওমর ফারুকের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও স্থানীয় সরকার প্রতিমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক, যুবলীগের সাধারণ সম্পাদক মির্জা আজম এমপি ও যুবলীগের কেন্দ্রীয় কমিটির নেতারা।

বাংলাদেশ সময়: ২১০১ ঘণ্টা, মে ১৬, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।