bangla news

দেশে রাজনৈতিক সিডর চলছে: ওবায়দুল কাদের

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১১-০৫-২৩ ৩:৩২:২৭ এএম

দেশে রাজনৈতিক সিডর চলছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ নেতা ওবায়দুল কাদের। তিনি বলেছেন, ১/১১ এর পর দেশে প্রাকৃতিক সিডর আসেনি, বরং এসেছে রাজনৈতিক সিডর।

ঢাকা: দেশে রাজনৈতিক সিডর চলছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ নেতা ওবায়দুল কাদের।

তিনি বলেছেন, ১/১১ এর পর দেশে প্রাকৃতিক সিডর আসেনি, বরং এসেছে রাজনৈতিক সিডর। যদি রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তন না হয় এবং আমরা রাজনৈতিক নেতারা যদি সংশোধন না হই, তবে শুধু সিডর নয়, আরেকটি প্রলয়ঙ্করী রাজনৈতিক সুনামি আসবে।

সোমবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবে নাগরিক সংহতি ও সিএসআরএল’র এক প্রকাশনা অনুষ্ঠানে তিনি এ কথাগুলো বলেন।

ওবায়দুল কাদের বলেন, ‘প্রাকৃতিক দুর্যোগ থেকে রাজনৈতিক দুর্যোগ বেশি মারাত্মক। প্রাকৃতিক দুর্যোগ এলেও তা শেষ হয়। কিন্তু রাজনৈতিক দুর্যোগ আমাদের সমাজ থেকে শেষই হচ্ছে না।’

রাজনৈতিক দুর্যোগের অবসান না হলে প্রাকৃতিক দুর্যোগেরও অবসান হবে না জানিয়ে তিনি বলেন, ‘তা যতই আইন করা হোক।’

তিনি বলেন, ‘৪০ বছরে দেশের সবচে’ বড় অর্জন সংবিধান। আবার সবচে বড় বির্সজনও সংবিধান। বার বার কলমের খোঁচায় আমাদের সোনার সংবিধানকে ক্ষত বিক্ষত করা হয়েছে।’

এ সময় তিনি বিরোধী দলকে সংসদে যোগ দেওয়ার আহ্বান জানান।

তিনি বলেন, ‘জনগণ ভোট দিয়ে বিরোধী দলকে সংসদে যাওয়ার অধিকার দিয়েছে। এজন্য সরকারের কাছে যেতে হবে কেন?’

তিনি আরও বলেন, ‘সংসদে যাওয়ার ব্যাপারে বিরোধী দলের নেতারা ভিন্ন ভিন্ন দাবি করছেন। মূলত তারা সংসদে যেতে চায় না। তাদের ওপর দেশের মানুষ আস্থা হারিয়ে ফেলেছে। এজন্য তারা বিদেশে যেয়ে প্রভুদের কাছে ধরনা দিচ্ছেন।’

আসন্ন বাজেট প্রসঙ্গে ওবায়দুল বলেন, ‘নতুন বছরের জন্য যে বাজেট আসছে তাতে সরকারে উচিত বিদুৎ, দ্রব্যমূল্য ও আইন-শৃঙ্খলার ব্যাপারে গুরুত্ব দেওয়া। বাজেটে এই বিষয়ে নজর দেওয়া হলে দেশের সাধারণ মানুষ সবচে’ বেশি খুশি হবে।’

সমন্বয়হীনতার কারণে দেশের সার্বিক উন্নয়ন বাধাগ্রস্ত হচ্ছে উল্লেখ করে তিনি বলেন, ‘রাজনৈতিক দলের নেতা, প্রশাসন, সরকারসহ বিভিন্ন সেক্টরের সমন্বয়হীনতার কারণে কাক্সিক্ষত উন্নয়ন হচ্ছে না।’

এ সময় তিনি রাজনৈতিক নেতাদের সুন্দরবন ও কক্সবাজার নিয়ে চিন্তা-ভাবনা করার আহ্বান জানান।

তিনি বলেন, ‘আমি মনে করি কক্সবাজার ও সুন্দরবনকে যদি সুন্দরভাবে সাজানো যায়, তবে এর আয় দিয়েই বাজেটের সিংহভাগ ব্যয় মেটানো সম্ভব।’

সিএসআরএল সভাপতি ড. আহাসান উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মো. আব্দুল ওয়াজেদ মিয়া, বাংলাভিশনের নিউজ এডিটর আবু রুশদ মো. রুহুল আমীন,  মাছরাঙা টেলিভিশনের সিনিয়র রিপোর্টার শাহেদ আলম প্রমুখ।

প্রকাশনা উৎসবে ‘দুর্যোগ ব্যবস্থাপনা আইনের পক্ষে সাংবাদিকদের ভাষ্য’ নামের একটি বই প্রকাশ করা হয়।

বইটি বিভিন্ন মিডিয়ায় কর্মরত সাংবাদিকদের প্রাকৃতিক দুর্যোগ নিয়ে লেখা প্রতিবেদনের সংকলন।

বাংলাদেশ সময়: ১৪৫৩ ঘণ্টা, মে ২৩, ২০১১

        ইউটিউব সাবস্ক্রাইব করুন  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Alexa
db 2011-05-23 03:32:27