ঢাকা, শনিবার, ১৪ বৈশাখ ১৪৩১, ২৭ এপ্রিল ২০২৪, ১৭ শাওয়াল ১৪৪৫

রাজনীতি

সিপিবির সমাবেশে বোমা হামলা

রিমান্ড শেষে কারাগারে শেখ ফরিদ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১০ ঘণ্টা, মে ১৬, ২০১১

ঢাকা: সিপিবির সমাবেশে বোমা হামলা মামলায় বাংলাদেশে নিষিদ্ধ সংগঠন হরকাতুল জিহাদের বর্তমান আমীর মাওলানা শেখ ফরিদকে পাঁচ দিনের রিমাণ্ড শেষে কারাগারে পাঠিয়েছেন আদালত।

সোমবার মামলার তদন্ত কর্মকর্তা সিআইডি পুলিশের পরিদর্শক মৃণাল কান্তি সাহা ৫ দিন রিমান্ড শেষে আদালতে পাঠিয়ে আসামিকে কারাগারে আটক রাখার আবেদন করেন।



নতুন কোন রিমান্ড আবেদন না থাকায় মহানগর হাকিম কেশব রায় চৌধুরী তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

সংশ্লিষ্ট আদালতের সাধারণ নিবন্ধন কর্মকর্তা গফফারুল আলম বাংলানিউজকে এ খবর নিশ্চিত করেন।

এর আগে মাওলানা শেখ ফরিদকে ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় দুই দফায় ১১ দিন রিমান্ডে  নেওয়া হয়।

এ মামলায় এর আগে হরকাতুল জিহাদ নেতা মাওলানা আবু তাহের, শেখ আব্দুস সালাম, আরিফ হাসান সুমন, মাওলানা ইদ্রিস আলী, হাফেজ মাওলানা আব্দুল লতিফ ও মাওলানা সাব্বিরকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়।

প্রসঙ্গত, ২০০১ সালের ২১ জানুয়ারি রাজধানীর পল্টন ময়দানে সিপিবির জনসভায় সন্ত্রাসীরা বোমা হামলা চালায়।

ওই হামলায় ৫ জন নিহত ও ৫০ জন আহত হন।

বাংলাদেশ সময়: ১৬৫৪ ঘণ্টা, মে ১৬, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।