ঢাকা, শুক্রবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

রাজনীতি

অস্ট্রেলিয়ায় স্বেচ্ছাসেবক দলের সভাপতি: মধ্যবর্তী নির্বাচনের দাবিতে প্রবাসে জনমত গড়ে তোলার আহ্বান

এম.মোরশেদ, অস্ট্রেলিয়াথেকে | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮২০ ঘণ্টা, মে ১৬, ২০১১

সিডনী: মধ্যবর্তী নির্বাচনের দাবিতে প্রবাসে জনমত গড়ে তোলার আহ্বান জানিয়েছেন বিএনপির স্বেচ্ছাসেবক বিষয়ক ও জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সভাপতি হাবিব-উন-নবী খান সোহেল।

রোববার সিডনীতে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল অস্ট্রেলিয়ার উদ্যোগে তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি বাতিলের  প্রতিবাদে আয়োজিত প্রতিবাদ সভায় বাংলাদেশ থেকে টেলিফোনে বক্তব্য দেওয়ার সময় এ সব কথা বলেন তিনি।



এ সময় তিনি বলেন, ‘বর্তমান স্বৈরাচারী সরকার নিজেদের ইচ্ছামতো একতরফাভাবে তাদের জন্য সুবিধাজনক সংশোধনী এনে ক্ষমতায় টিকে থাকার জন্য দেশে রাজনৈতিক বিভ্রান্তি ও বিশৃঙ্খলা সৃষ্টি করছে। তাই, আমরা গণতন্ত্র এবং দেশের জনগণের বৃহত্তর স্বার্থে আদালতের এ রায়কে প্রত্যাখ্যান করছি। ’

হাবিব-উন-নবী খান সোহেল আরো বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে তৃণমূল নেত্রী মমতা ব্যানার্জিকে  ফোনে যেভাবে অভিনন্দন জানিয়েছেন, তাতে বোঝা যায়, শেখ হাসিনা নিজেকে বাংলাদেশের প্রধানমন্ত্রী নয় বরং মনে মনে ভারতের মুখ্যমন্ত্রী মনে করেন। ’

এছাড়া এ সময় বাংলাদেশ থেকে টেলিফোনে বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মীর শরাফত আলী সফুু।

তিনি বলেন, ‘যতই কলাকৌশল করেন, ইচ্ছামতো সংবিধান সংশোধন করে ঘর সাজান, কোনো লাভ হবে না। আগামী নির্বাচনে কিছুতেই ক্ষমতায় আসতে পারবেন না। নির্বাচনে জনগণের ইচ্ছার প্রতিফলন ঘটে পরিণতি হবে চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনের মতো। ’

তিনি আওয়ামী লীগ বাকশাল শাসন কায়েমের স্বপ্নে বিভোর বলে মন্তব্য করেন ।

সংগঠনের সভাপতি হাফিজুল ইসলাম তারেকের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রতিবাদ সমাবশে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি অস্ট্রেলিয়ার আহ্বায়ক মো. দেলোয়ার হোসন দেলোয়ার এবং বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন বিএনপি অস্ট্রেলিয়ার যুগ্ম-আহ্বায়ক ও জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক সম্পাদক মোসলেহউদ্দিন আরিফ।

বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক সর্দার মো. খালেদের পরিচালনায় আরো বক্তব্য রাখেন বিএনপি অস্ট্রেলিয়ার যুগ্ম-আহ্বায়ক কুদরত উল্যাহ লিটন, যুবদল অস্ট্রেলিয়ার সাধারণ সম্পাদক এএনএম মাছুম, নিউ সাউথ ওয়েলস মহানগরী বিএনপির সিনিয়র সহ-সভাপতি আশরাফুল হক, স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মোয়াইমেন খান মিশু, সহ-সভাপতি শফিকুল ইসলাম রিপন, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল অস্ট্রেলিয়ার সভাপতি মোস্তফা মোরশেদ নিথুন, সাধারণ সম্পাদক মোস্তাফিজ আল মামুন, দেলোয়ার হোসেন, ফরিদ উদ্দিন রাসেল, ইফতেখার রুশু প্রমুখ।
প্রধান অতিথি বিএনপি অস্ট্রেলিয়ার আহ্বায়ক মো. দেলোয়ার হোসেন সরকারের বিরুদ্ধে দুর্বার আন্দোলন গড়ে তোলার হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘এ সরকারের হাতে গণতন্ত্র, মানবাধিকার, আইনের শাসন, মুক্তিযুদ্ধের চেতনা নিরাপদ নয়। তাই, খালেদা জিয়ার নেতৃত্বে এ ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে আন্দোলন গড়ে তোলা হবে। ’

বিশেষ অতিথি স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক সম্পাদক ও বিএনপি অস্ট্রেলিয়ার যুগ্ম-আহ্বায়ক মোসলেহউদ্দিন আরিফ বলেন, ‘প্রধানমন্ত্রী  শেখ হাসিনা দলীয় ও নির্বাচনী সমাবেশে বলেছেন, তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি তারই ‘ব্রেইন চাইল্ড’। এমন কী তত্ত্বাবধায়ক সরকারের জন্য আওয়ামী লীগই টানা দুই বছর সংসদ বর্জন করেছিল। ফলে, তাদের ব্রেইন চাইল্ড ও আন্দোলনের ফসল কেন বাতিল করতে চাইছে, তা জনগণ নিশ্চয়ই বুঝতে পারছে। ’

তিনি ৩০ মে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীকে সরকারি ছুটি  ঘোষণার দাবি জানিয়ে বলেন, ‘শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকীকে যদি সরকারি ছুটি ঘোষণা করা যায়, তাহলে স্বাধীনতার ঘোষক  সেক্টর কমান্ডার জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকীর দিনও কেন ছুটি  ঘোষণা করা হবে না। ’

সভাপতির বক্তব্যে হাফিজুল ইসলাম তারেক বলেন, ‘ক্ষমতা কুক্ষিগত করার জন্য সরকার একদলীয়ভাবে সংবিধান সংশোধনের উদ্যোগ নিয়েছে। সংখ্যাগরিষ্ঠতার জোরে সরকার যদি সংসদে সংবিধান সংশোধনের বিল পাস করানোর চেষ্টা করে, তাহলে তা প্রতিহত করা হবে। ’

বাংলাদেশ সময়: ০৮১০ ঘণ্টা, মে ১৬, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।