ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

রাজনীতি

দেশকে নৈরাজ্যের দিকে ঠেলে দিচ্ছে সরকার : জামায়াত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১১৪ ঘণ্টা, জুলাই ৩০, ২০১০

ঢাকা: সরকার ৭২’র সংবিধানে ফিরে ধর্মনিরপেতা ও সমাজতন্ত্র চালুর মধ্য দিয়ে দেশকে নৈরাজ্যের দিকে ঠেলে দেওয়ার ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

শুক্রবার মগবাজারে দলের কেন্দ্রীয় কার্যালয়ে জাতীয় কর্মপরিষদের বৈঠকে এ কথা বলেন নেতারা।



তারা বলেন, ‘দেশ থেকে ইসলামী রাজনীতি, অর্থনীতি, শিা-সংস্কৃতি বিদায় করে সরকার দেশকে পেছনের দিকে ঠেলে দিতে চায়। অথচ জনগণ চায় দেশকে সামনের দিকে এগিয়ে নিতে। জনগণের বিরুদ্ধে সরকারের এ অবস্থান দেশের উন্নতি ও অগ্রগতির পথে অন্তরায়। ’

জামায়াত নেতারা বলেন, ‘শতকরা নব্বই ভাগ মুসলমান অধ্যুষিত পৃথিবীর তৃতীয় বৃহত্তম এ মুসলিম দেশে ধর্মভিত্তিক দল নিষিদ্ধ থাকবে, এটা কখনো হতে পারে না। ’

ধর্মপ্রাণ মুসলমানের এ দেশে কার্ল মার্কস, লেনিনের আদর্শের রাজনীতি জনগণ মেনে নেবে না বলে তারা মন্তব্য করেন।
 
৭২’র সংবিধানে ফিরে যাওয়ার মধ্য দিয়ে দেশবাসীর ঈমান ও আকিদায় সরকার আঘাত হানছে বলেও অভিযোগ করেন তারা।

জামায়াতের ভারপ্রাপ্ত আমীর মকবুল আহমাদের সভাপতিত্বে বৈঠকে উপস্থিত ছিলেন সিনিয়র নায়েবে আমীর আবুল কালাম মুহাম্মদ ইউসুফ, একেএম নাজির আহমদ, ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলাম, সহকারী সেক্রেটারি জেনারেল মুজিবুর রহমান, ব্যারিস্টার আবদুর রাজ্জাক, শফিকুর রহমানসহ কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্যরা।

বাংলাদেশ সময়: ২১০৫ ঘণ্টা, জুলাই ৩০, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।