ঢাকা, শনিবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৭ এপ্রিল ২০২৪, ১৭ শাওয়াল ১৪৪৫

রাজনীতি

আগামী নির্বাচনে আ. লীগ পরাজয় এড়াতে পারবে না: মওদুদ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১৪ ঘণ্টা, মে ১৪, ২০১১
আগামী নির্বাচনে আ. লীগ পরাজয় এড়াতে পারবে না: মওদুদ

ঢাকা: আগামী জাতীয় নির্বাচনে ক্ষমতাসীন আওয়ামী লীগ পরাজয় এড়াতে পারবে না বলে মন্তব্য করেছেন বিএনপি নেতা ব্যারিস্টার মওদুদ আহমেদ।

বিএনপির স্থায়ী কমিটির এ সদস্য বলেন, ‘বর্তমান সরকার যতই কলাকৌশল করে সংবিধান সংশোধন করে ঘর সাজাক না কেন, আগামী নির্বাচনে তারা পরাজয় এড়াতে পারবে না।



শনিবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে ‘সালাউদ্দিন কাদেরসহ সকল রাজবন্দির মুক্তির দাবিতে করণীয়’ শীর্ষক এক আলোচনা সভায় তিনি একথা বলেন।

আলোচনা সভাটির আয়োজন করে স্বদেশ জাগরণ পরিষদ নামের একটি সংগঠন।

ব্যারিস্টার মওদুদ আরও বলেন, ‘আওয়ামী লীগের অতীত ট্র্যাক রেকর্ড ভালো নয়। চতুর্থ সংশোধনীর মাধ্যমে বাকশাল কায়েম করার আগেও এ ধরনের পরিস্থিতি ছিল। ’

বর্তমানে মানবধিকার লঙ্ঘনে সরকার নতুন রেকর্ড করেছে দাবি করে তিনি বলেন, ‘অতীতের সকল সময়ের চেয়ে বর্তমান সরকার অনেক বেশি গুম, হত্যা, লুণ্ঠন করেছে। ’

সরকারের প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করে তিনি বলেন, ‘যতই কৌশল করেন না কেন, জনগণের রায়ে আপনাদের সাজানো ঘর ভেঙে পড়বে, পরিণতি হবে চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনের মতো। ’

দেশের পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে মওদুদ বলেন, ‘ফেলানি ও লিমনের ঘটনা বিশ্লেষণ করলেই বর্তমান সরকারের ধ্বংসাত্মক মনোভাব সুস্পষ্ট হয়ে উঠে। দেশের ভেতরে সরকারের আইন-শৃঙ্খলা রক্ষাকাারী বাহিনী ইচ্ছেমতো সাধারণ জনতাকে হত্যা করছে। একইভাবে বর্তমান সরকারের বন্ধু দেশের সীমান্ত রক্ষীবাহিনী নির্বিচারে বাংলাদেশিদের হত্যা করছে। ’

এ সময় তিনি রাজনৈতিক বিবেচনায় মামলা প্রত্যাহারের ক্ষেত্রে সরকার দ্বৈত নীতি গ্রহণ করছে বলেও অভিযোগ করেন।

তিনি বলেন, ‘বর্তমান সরকার ক্ষমতায় এসে তাদের নেতা-কর্মীদের বিরুদ্ধে দায়ের করা চুরি-ছিনতাই-ধর্ষণ মামলাকে রাজনৈতিক প্রতিহিংসামূলক বলে প্রচার করে তা প্রত্যাহার করেছে। অথচ বিগত তত্ত্বাবধায়ক সরকারের আমলে বিএনপি নেতা-কর্মীদের বিরুদ্ধে দায়ের করা রাজনৈতিক হয়রানিমূলক মামলাগুলো প্রত্যাহার করেনি। ’

এসব মামলা প্রত্যাহার করলেই দেশের রাজনৈতিক চেহারা পাল্টে যাবে বলে মন্তব্য করেন তিনি।

এ সময় তিনি সালাউদ্দিন কাদেরসহ গ্রেপ্তার হওয়া নেতাদের রিমান্ডের প্রসঙ্গ টেনে সরকারের কঠোর সমালোচনা করেন।

তিনি বলেন, ‘আপনারা সুপ্রিম কোর্টের সকল নির্দেশ অনুসরণ করেন। অথচ রাজনৈতিক নেতৃবৃন্দের গ্রেপ্তার ও রিমান্ডের ব্যাপারে সুস্পষ্ট নির্দেশনা থাকার পরও তা মেনে চলেন না। উপরন্তু আদালতের নির্দেশ উপেক্ষা করে নেতাদের রিমান্ডে নিয়ে নির্যাতন করেন। ’

এ সময় রাজনৈতিক নেতাদের গ্রেপ্তার ও রিমান্ডের ব্যাপারে আদালতের নির্দেশ মেনে চলার জন্য সরকারের প্রতি আহ্বান জানান মওদুদ।

সংগঠনের সভাপতি কামরুজ্জামান সেলিমের সভাপতিত্বে আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির স্বনির্ভর বিষয়ক সম্পাদক ও সাবেক প্রতিমন্ত্রী রুহুল কুদ্দুস তালুকদার দুলু, জাগপা’র সভাপতি শফিউল আলম প্রধান, সাংসদ রেহানা আক্তার রানু, কৃষক দলের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক শহীদুল ইসলাম প্রমুখ।  

বর্তমান সরকার ষড়যন্ত্রের নীল নকশা বাস্তবায়নের চেষ্টা করছে দাবি করে রুহুল কুদ্দুস তালুকদার বলেন, ‘তা হতে দেওয়া যাবে না। আমরা তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই নির্বাচন করতে আওয়ামী লীগকে বাধ্য করবো। ’

আওয়ামী লীগ বা সদ্য অবসরপ্রাপ্ত বিচারপতি এবিএম খায়রুল হক কারও অধীনেই বিএনপি পরবর্তী নির্বাচন করবে না বলে জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৪১১ ঘণ্টা, মে ১৪, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।