ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

রাজনীতি

বিকল্প শক্তির উত্থানের সুযোগ তৈরি হয়েছে: বি. চৌধুরী

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫৮ ঘণ্টা, মে ১৩, ২০১১
বিকল্প শক্তির উত্থানের সুযোগ তৈরি হয়েছে: বি. চৌধুরী

ঢাকা: দেশের বর্তমান রাজনৈতিক অবস্থায় বিকল্প শক্তির উত্থানের সুযোগ তৈরি হয়েছে বলে মনে করছেন সাবেক রাষ্ট্রপতি ও বিকল্পধারা বাংলাদেশ এর প্রেসিডেন্ট প্রফেসর ড. একিউএম বদরুদ্দোজা চৌধুরী (বি. চৌধুরী)।

শুক্রবার বিকেলে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে বিকল্পধারা বাংলাদেশের সপ্তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে তিনি এ মত প্রকাশ করেন।



বি. চৌধুরী বলেন, ‘বর্তমান সরকার ডিজিটাল বাংলাদেশের কথা বলে ক্ষমতায় এসে জনগণের সঙ্গে প্রতারণা করছে। অন্যদিকে বিরোধী দল সংসদে যাচ্ছে না। ফলে হতাশাগ্রস্ত জনগণের শেষ আশ্রয়স্থল হিসেবে বিকল্পধারার রাজনীতির পথ উন্মুক্ত হয়েছে। ’

যারা ওয়াদার বরখেলাপ করে তাদের হাতে ১৬ কোটি জনগণের ভবিষ্যৎ ছেড়ে দেওয়া যায়  না মন্তব্য করে তিনি বলেন, ‘বর্তমানে তত্ত্বাবধায়ক সরকার ও সংবিধান সংশোধন নিয়ে যে অসাংবিধানিক পরিস্থিতি সৃষ্টি হয়েছে তাতে ভবিষ্যতে অসাংবিধানিক সরকার আসবে কিনা তা নিয়েও প্রশ্ন উঠছে। ’

শেয়ারবাজার কেলেঙ্কারির পূর্ণাঙ্গ প্রতিবেদন প্রকাশের দাবি জানিয়ে তিনি বলেন, ‘ক্ষমতাসীন মহাজোটকে ক্ষমতাহীন করতে ৩৪ লাখ শেয়ারব্যবসায়ী ও তাদের পরিবারের এক কোটি ভোট-ই যথেষ্ট। ’

তিনি বলেন, ‘অনতিবিলম্বে শেয়ারবাজার কেলেঙ্কারির পূর্ণাঙ্গ প্রতিবেদন প্রকাশ করা না হলে জনগণ ব্যালটের মাধ্যমে এর জবাব দেবে। ’

সরকারের প্রতি গ্যাস-বিদ্যুৎ-পাানি সংকট দূর, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, আইন-শৃঙ্খলার উন্নতি, অশ্রদ্ধা ও ঘৃণার রাজনীতি পরিহারসহ প্রতিটি অঙ্গনে শৃঙ্খলা ফিরিয়ে এনে দেশ ও জনগণকে রক্ষার আহ্বান জানান বি. চৌধুরী।

একই সঙ্গে আগামী ছয় মাসের মধ্যে তৃণমূল পর্যায়ে বিকল্প ধারার কমিটি গঠন করে এ বছরের শেষ নাগাদ সরকার বিরোধী আন্দোলন শুরুরও ঘোষণা দেন তিনি।

এ জন্য সহযোগী ও সমমনা দলগুলোর সঙ্গে সুসম্পর্ক গড়ে তুলতে কর্মীদের নির্দেশ দেন বিকল্পধারা প্রধান।

বিশেষ অতিথির বক্তব্যে কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি আব্দুল কাদের সিদ্দিকী বলেন, ‘২০০৮ সালের নির্বাচনের পর বর্তমান সরকারকে যতটা সময় দেওয়া  প্রয়োজন তা দেওয়া হয়েছে। এখন যত দ্রুত এদের বিদায় করা যাবে ততই মঙ্গল। ’

তিনি বলেন, ‘খালেদা হাসিনা ময়লা কাপড়ের মতো হয়ে গিয়েছিল। জনগণের সময় হয়েছিল তাদের ছুঁড়ে ফেলার। কিন্ত ওয়ান ইলেভেনের সরকার তাদের আবারো রাজনীতি করার সুযোগ দিয়েছে। ’

বিকল্প ধারার চিন্তাবিদ ও রাজনীতিকরা আন্তরিক হলে হাসিনা-খালেদা যুগের পতন ঘটবে বলেও মন্তব্য করেন বঙ্গবীর আব্দুল কাদের সিদ্দিকী।

বাংলাদেশ প্রগতিশীল গণতান্ত্রিক দলের চেয়ারম্যান ড. ফেরদৌস আহমেদ কোরেশী বলেন, ‘দু’টি জোট দেশটাকে ভাগ করে পালাক্রমে শাসনের নামে শোষণ করছে। যতদিন পর্যন্ত এ দুই জোটের জোয়াল থেকে দেশ মুক্ত না হবে ততদিন এ দেশের উন্নয়ন হবে না। ’

অনুষ্ঠানে আরও বক্তৃতা করেন বিকল্প ধারার মহাসচিব মেজর (অব.) আব্দুল মান্নান, যুগ্ম-মহাসচিব মাহি বি. চৌধুরী, গণফোরামের প্রেসিডিয়ামস সদস্য কমান্ডার আব্দুর রউফ, কৃষক শ্রমিক জনতা লীগের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান খোকা, ফরোয়ার্ড পার্টির সভাপতি মোস্তফা আমীর প্রমুখ।

এদিকে বিকেল সাড়ে ৪টায় দলীয় ও জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। এর পর দলের মহাসচিব মেজর (অব.) আব্দুল মান্নানের শুভেচ্ছা বক্তব্যের মধ্য দিয়ে শুরু হয় অনুষ্ঠানে মূল পর্ব।

প্রতিষ্ঠাবার্ষিকীর এ অনুষ্ঠানে কেন্দ্রসহ বিভিন্ন জেলার নেতারা অংশ নেন।

বাংলাদেশ সময় : ২০৩০ ঘণ্টা, মে ১৩, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।