ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

রাজনীতি

শনিবার সকাল সোয়া দশটায় যুক্তরাজ্যের উদ্দেশে ঢাকা ছাড়বেন খালেদা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪৪ ঘণ্টা, মে ১৩, ২০১১
শনিবার সকাল সোয়া দশটায় যুক্তরাজ্যের উদ্দেশে ঢাকা ছাড়বেন খালেদা

ঢাকা: বিরোধীদলীয় নেতা ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া শনিবার যুক্তরাজ্যের উদ্দেশে ঢাকা ত্যাগ করবেন।

সকাল সোয়া দশটায় হযরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দর থেকে এমিরেটস এয়ারলাইনসের ইকে-৫৮৩ ফ্লাইটে লন্ডনের উদ্দেশে যাত্রা করবেন তিনি।



চেয়ারপারসনের প্রেস সচিব মারুফ কামাল খান সোহেল বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেন।

শনিবার সকালে এ যাত্রার ভেতর দিয়ে ১৪ দিনব্যাপী যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্র সফর শুরু হবে খালেদা জিয়ার।

বিএনপির ভাইস চেয়ারম্যান শমসের মবিন চৌধুরী, চেয়ারপারসনের উপদেষ্টা ড. এম ওসমান ফারুক, রিয়াজ রহমান, সাবিহউদ্দিন আহমেদ, চেয়ারপারসনের প্রেস সচিব মারুফ কামাল খান সোহেল, চেয়ারপারসনের বিশেষ সহকারী শামছুর রহমান শিমুল বিশ্বাস ও ব্যক্তিগত ফটো সাংবাদিক নূরুদ্দিন আহমেদ খালেদা জিয়ার সফরসঙ্গী হচ্ছেন।

এদিকে বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুল আউয়াল মিন্টু। একই দিন যুক্তরাজ্যের উদ্দেশে ঢাকা ছেড়েছেন চেয়ারপারসনের অপর উপদেষ্টা শফিক রেহমান।

এছাড়া বিরোধী দলের চিফ হুইপ জয়নুল আবদিন ফারুক ২১ মে এর পর খালেদা জিয়ার সফরসঙ্গী হবেন বলে জানিয়েছে দলীয় সূত্র।

দলীয় সূত্রে জানা গেছে, ১৪ থেকে ২১ মে যুক্তরাজ্যে অবস্থানকালে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া সে দেশের গুরুত্বপূর্ণ ব্যক্তি ও প্রবাসী বিএনপি নেতাদের সঙ্গে বেঠক করবেন।

একই সঙ্গে লন্ডনে চিকিৎসাধীন বড় ছেলে তারেক রহমান ও তার পরিবারের সদস্যদের সঙ্গে একান্তে সময় কাটাবেন।

যুক্তরাজ্যে সফর শেষ করে ২১ মে যুক্তরাষ্ট্র সফরে যাবেন তিনি।

২৭ মে পর্যন্ত যুক্তরাষ্ট্র সফরে তিনি মার্কিন সরকারের গুরুত্বপূর্ণ ব্যক্তি ও যুক্তরাষ্ট্র প্রবাসী বিএনপি নেতাদের সঙ্গে বৈঠক করবেন।

সফর শেষে আগামী ২৯ মে তার দেশে ফেরার কথা রয়েছে।

বাংলাদেশ সময়: ২১৩৩ ঘণ্টা, মে ১৩, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।