ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

রাজনীতি

সরকারকে দাঁতভাঙ্গা জবাবের হুমকি ইসলামী আন্দোলনের

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২৭ ঘণ্টা, মে ১৩, ২০১১
সরকারকে দাঁতভাঙ্গা জবাবের হুমকি ইসলামী আন্দোলনের

ঢাকা: আমীরের নির্দেশ পেলে সরকারকে দাঁতভাঙ্গা জবাব দেওয়ার হুমকি দিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতারা।

শুক্রবার বিকেলে রাজধানীর পুরানা পল্টনে দলটির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আয়োজিত সমাবেশ থেকে এ হুমকি দেন তারা।



১ মে মুক্তাঙ্গনের সমাবেশে পুলিশি হামলার প্রতিবাদে ঢাকা মহানগর ইসলামী আন্দোলন বাংলাদেশ এ সমাবেশের আয়োজন করে।

সমাবেশটি মুক্তাঙ্গনে হওয়ার কথা থাকলেও পুলিশি বাধার কারণে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে তা অনুষ্ঠিত হয়।

সভাপতির বক্তব্যে দলের ঢাকা মহানগর আমীর এটিএম হেমায়েত উদ্দিন বলেন, ‘১ মে আমরা মুক্তাঙ্গনে শান্তিপূর্ণ কর্মসূচি পালন করছিলাম। এ কর্মসূচি সরকার পতনের জন্য ছিল না। আমরা সরকারের  কোনো ক্ষতিও করিনি সেদিন। অথচ সরকার তার পেটোয়া বাহিনী দিয়ে হামলা চালিয়ে আমাদের নেতাকর্মীদের আহত করেছে। ’

সরকারকে দাঁতভাঙ্গা জবাবের হুমকি দিয়ে তিনি বলেন, ‘আমরা আমীরের নির্দেশের অপেক্ষায় আছি। আমীর নির্দেশ দিলে মুক্তাঙ্গন ও পল্টনে মহাসমাবেশ ডেকে সরকারকে দাঁতভাঙ্গা জবাব দেওয়া হবে। ’

দলটির কেন্দ্রীয় নেতা জুলফিকার আতাউর রহমান নেতাকর্মীদের উদ্দেশ্য বলেন, ‘একাত্তরে পাকিস্তানের রাজাকাররা এ দেশের নিরীহ মানুষের ওপর ঝাঁপিয়ে পড়েছিল। আর ১ মে ইন্ডিয়ার রাজাকাররা তৌহিদী জনতার ওপর ঝাঁপিয়ে পড়েছিল। ’

দলটির সহসভাপতি মাওলানা এবিএম জাকারিয়া বলেন, ‘আমাদের গায়ে হাত দিয়ে তৌহিদী জনতাকে খেপিয়ে তুলেছে সরকার। সময়মতো কড়ায় গোন্ডায় এর হিসাব নেওয়া হবে।

ঢাকা মহানগর সেক্রেটারি আবু সাঈদ সিদ্দিকী বলেন ‘কেবল মুক্তাঙ্গনে নয় সরকার সারাদেশে ১৪৪ ধারা জারি করে রেখেছে। কিন্ত এতে কোনো লাভ হবে না। সময় মতো আমীরের নির্দেশ পেলে ১৪৪ ধারা ভঙ্গ করে সরকারকে সমুচিত জবাব দেওয়া হবে। ’

বাংলাদেশ সময়: ১৯১২ ঘণ্টা, মে ১৩, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।