ঢাকা, বুধবার, ২৪ বৈশাখ ১৪৩১, ০৮ মে ২০২৪, ২৮ শাওয়াল ১৪৪৫

রাজনীতি

বিচারকদের প্রতি বিরোধী দলের চিফ হুইপ

‘কার কথায় সাংঘর্ষিক রায় দিচ্ছেন জনগণ জানতে চায়’

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩০৩ ঘণ্টা, মে ১৩, ২০১১
‘কার কথায় সাংঘর্ষিক রায় দিচ্ছেন জনগণ জানতে চায়’

ঢাকা: তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি বাতিলের রায়কে সাংঘর্ষিক বলে মন্তব্য করেছেন বিরোধী দলের চিফ হুইপ জয়নুল আবদিন ফারুক। রায়ের সঙ্গে সংশ্লিষ্ট বিচারকদের উদ্দেশ্য তিনি বলেছেন, ‘এ ধরনের সাংঘর্ষিক রায় কীসের ওপর ভিত্তি করে কার কথায় দিয়েছেন বাংলাদেশের জনগণ তা জানতে চায়।



শুক্রবার জাতীয় প্রেসক্লাবের সামনে তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি বাতিলের প্রতিবাদে বাংলাদেশ জাতীয়তাবাদী সাংস্কৃতিক ফাউন্ডেশন আয়োজিত মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জয়নুল আবদিন ফারুক বলেন, ‘তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতির মতো একটি স্পর্শকাতর বিষয়ে সুপ্রিম কোর্ট যে রায় দিয়েছেন, তা সাংঘর্ষিক। এ রায়ে ত্রয়োদশ সংশোধনীকে অবৈধ ঘোষণার মাধ্যমে তত্তা¡বধায়ক সরকার ব্যবস্থা বাতিল করা হয়েছে। আবার এ পদ্ধতিতে আগামী দু’টি নির্বাচন অনুষ্ঠানের কথা বলা হয়েছে। ’

বিচারপতি শাহ আবু নঈমের পদত্যাগ প্রসঙ্গে তিনি বলেন, ‘গতকাল সুপ্রিম কোর্টের আপিল বিভাগের একজন বিচারপতি পদত্যাগ করেছেন। বাংলাদেশের জন্য এটি কলঙ্কের। এ ঘটনার মধ্য দিয়ে প্রমাণ হয়েছে আদালতের ঘাড়ে বন্দুক রেখে সরকার সব কাজ করিয়ে নিচ্ছে। ’

সংবিধান সংশোধন প্রসঙ্গে তিনি বলেন, ‘দাদা সুরঞ্জিত সেনকে দিয়ে সংবিধান সংশোধন করানো হচ্ছে। গণভোট ছাড়া এই অকার্যকর সংসদে যেদিন সংবিধান সংশোধন করা হবে, সেদিন থেকে দুর্বার গণআন্দোলন শুরু হবে। ’

সংবিধান সংশোধনসহ যত আইন পাশ করা হচ্ছে, বিএনপি ক্ষমতায় এলে তার সবগুলো বাতিলেরও ঘোষণা দেন জয়নুল আবদিন ফারুক।

ফাউন্ডেশনের সভাপতি মেজর (অব.) মেহেবুব রহমানের সভাপতিত্বে ও সহ-সভাপতি মঞ্জুর হোসেনের সঞ্চালনায় মানববন্ধনে আরও বক্তৃতা করেন জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) সভাপতি শফিউল আলম প্রধান, সাধারণ সম্পাদক খন্দকার লুৎফর রহমান, বিএনপির অর্থনীতি বিষয়ক সম্পাদক আব্দুস সালাম প্রমুখ।

বাংলাদেশ সময় : ১২৫০ ঘণ্টা, মে ১৩, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।