ঢাকা, শুক্রবার, ৫ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

রাজনীতি

বেতাগী থানা ভবন উদ্বোধনী অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী

‘গামছা গায়ে এলেও জনগণকে চেয়ারে বসতে দিতে হবে’

জেলা সংবাদদাতা | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০০ ঘণ্টা, মে ১২, ২০১১
‘গামছা গায়ে এলেও জনগণকে চেয়ারে বসতে দিতে হবে’

বরগুনা: ‘দেশের সাধারণ মানুষের ট্যাক্সের টাকায় আপনাদের বেতন হয়। তাই তাদের নিরাপত্তা রক্ষা করা আপনাদের পবিত্র দায়িত্ব।

গামছা গায়ে থানায় আসলেও জনগণকে চেয়ারে বসতে দিতে হবে। ’

বৃহষ্পতিবার সকালে বরগুনার বেতাগী থানা ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য স্বরাষ্ট্রমন্ত্রী অ্যাড. সাহারা খাতুন এসব কথা বলেন।

প্রধান অতিথির বক্তব্য দেওয়া অনুষ্ঠানে সাহারা খাতুন জানান, বর্তমানে দেশের আইন-শৃংখলা পরিস্থিতি পূর্বের যে কোনও সময়ের তুলনায় ভাল।

তবে এরপরই আইন-শৃংখলা রক্ষাকারী বাহিনীকে উদ্দেশ্য করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আত্মতুষ্টিতে ভুগলে চলবেনা, এ অবস্থার আরও উন্নতি করতে নিরলস প্রচেষ্টা অব্যাহত রাখতে হবে। ’

বরগুনা পুলিশ সুপার মাহবুব হাকিমের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বরগুনা-১ আসনের সাংসদ অ্যাড. ধীরেন্দ্র দেবনাথ শম্ভু, বরগুনা-২ আসনের সাংসদ গোলাম সবুর টুলু ও পুলিশের অতিরিক্ত আইজিপি এ কে এম শহীদুল হক প্রমুখ।

বেতাগী থানা ভবন উদ্ধোধনের পর স্বরাষ্ট্রমন্ত্রী স্থানীয় সার্কিট হাউজ মিলানায়তনে জেলা আইন-শৃংখলা কমিটির সভায় অংশগ্রহণ করেন। এরপর বেলা ২টায় জেলা আওয়ামী আইনজীবী সমিতি আয়োজিত আইনজীবীদের সঙ্গে মতবিনিমিয় এবং জেলা আওয়ামী আইনজীবী পরিষদের সম্মেলনে প্রধান অতিথি হিসেবে যোগদান করেন।

সবশেষে বিকেলে পাথরঘাটা ফায়ার সার্ভিস স্টেশন উদ্ধোধন শেষে খাসকাচারী মাঠে এক জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন তিনি।

বাংলাদেশ সময়: ১৯৫৩ ঘণ্টা, ১২ মে, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।