ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

রাজনীতি

সাকার জামিন দাবি করলেন মওদুদ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫৫ ঘণ্টা, মে ১২, ২০১১

ঢাকা: বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ দলটির স্থায়ী কমিটির আরেক সদস্য সালাউদ্দিন কাদের চৌধুরীর জামিন দাবি করেছেন।

বৃহস্পতিবার বিকেলে জাতীয় প্রেসক্লাবের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এক সেমিনারে তিনি এ দাবি জানান।



‘যুদ্ধাপরাধ ট্রাইবুনাল অ্যাক্ট ১৯৭৩ ও যুদ্ধাপরাধ বিচার’ শীর্ষক ওই সেমিনারটির আয়োজন করে দেশপ্রেমিক যুব শক্তি নামের একটি সংগঠন।

সাকা চৌধুরীসহ মানবতাবিরোধী অপরাধের অভিযোগে আটক নেতাদের জামিন দাবি করে মওদুদ বলেন, ‘বিচার প্রক্রিয়া শুরু করতে যদি দেরি হয়, তহালে এদের আটক রাখছেন কেন? আমি আমার পরম বন্ধু সাকা চৌধুরীর জামিনে মুক্তি দাবি করছি। ’

এ সময় তিনি মানবতাবিরোধী অপরাধের বিচারকে অসাংবিধানিক বলেও আখ্যা দেন।

ব্যারিস্টার মওদুদ বলেন, ‘একাত্তরের গণহত্যায় সাহায্যকারী দেশি অপরাধীদের বিচারের জন্য ১৯৭২ সালে দালাল আইন পাস করা হয়েছিল। সেই আইন এখন নেই। আর ১৯৭৩ সালের ট্রাইবুনাল অ্যাক্টের অধীনে যাদের বিচার করার কথা ছিল, সেই ১৯৫ জন যুদ্ধাপরাধীকে ক্ষমা করে দেশে পাঠিয়ে দেওয়া হয়েছিল। সুতরাং এসব আইনের অধীনে যে বিচারের কথা বলা হচ্ছে তা অসাংবিধানিক। ’

তিনি বলেন, ‘একাত্তরের গণহত্যার মূল হোতা জুলফিকার আলী ভুট্টোকে বঙ্গবন্ধু লালগালিচা সংবর্ধনা দিয়েছিলেন। স্বাধীন সার্বভৌম দেশ হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি পাওয়ার জন্যই চিহ্নিত ১৯৫ জন যুদ্ধাপরাধীকে ছেড়ে দিয়ে জুলফিকার আলী ভুট্টোকে সংবর্ধনা দেওয়া হয়। ওই ১৯৫ জনের মধ্যে আজকে যারা আটক আছেন, তাদের কেউ ছিলেন না। ’

সরকার বাংলাদেশকে বন্ধুহীন করে ফেলছে বলেও অভিযোগ করেন ব্যারিস্টার মওদুদ।

তিনি বলেন, ‘ভারত ছাড়া এই মুহূর্তে বাংলাদেশের কোনও বন্ধু রাষ্ট্র নেই। একটি রাষ্ট্রের ওপর নির্ভর করে বাংলাদেশ চলতে পারে না। ’

যুব শক্তির সভাপতি আহ্সান উল্লাহ শামীমের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তৃতা করেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা খন্দকার মাহবুব হোসেন, জাতীয় গণতান্ত্রিক পার্টির সভাপতি শফিউল আলম প্রধান, ঢাকা মহানগর জামায়াতের আমীর রফিকুল ইসলাম খান, ইসলামী ঐক্যজোটের মহাসচিব আব্দুল লতিফ নেজামী প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৮৩০ ঘণ্টা, মে ১২, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad