ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

রাজনীতি

সিএনজির দাম বাড়ানোর প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভ মিছিল

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২৫ ঘণ্টা, মে ১২, ২০১১

ঢাকা : সিএনজির দাম বাড়ানোর প্রতিবাদে জাতীয়তাবাদী ছাত্রদল বিক্ষোভ মিছিল করেছে। বৃহস্পতিবার বিকেলে মিছিল শুরু হয় ফকিরাপুল মোড় থেকে।

এরপর তা কাকরাইল হয়ে নাইটিঙ্গেল মোড়  থেকে আবার ফকিরাপুল যায়। সেখান থেকে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এসে তা শেষ হয়। এরপ সিএনজির দাম বাড়ানোতে জাতীয়তাবাদী ছাত্রদল বিক্ষোভ মিছিল সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা সিএনজির দাম বাড়ানোর প্রতিবাদ করেন।

মিছিলে নেতৃত্ব দেন ছাত্রদলের সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু। সমাবেশ থেকে সিএনজি ও জ্বালানি তেলের মূল্য কমানোর দাবি জানানো হয়। একই সঙ্গে বলা হয়, এ মুল্য বৃদ্ধির করণে দ্রব্যমূল্য আরও বাড়বে, বাড়বে জনদুর্ভোগও।

মিছিলে হাজারেরও বেশি নেতাকর্মী অংশ নেয়। শুরু থেকেই মিছিলের সঙ্গে পুলিশ ছিল। কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

বাংলাদেশ সময় : ১৯২২ ঘণ্টা, মে ১২, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।