ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

রাজনীতি

‘জামায়াত দুর্বল নয়’

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০১ ঘণ্টা, মে ১২, ২০১১
‘জামায়াত দুর্বল নয়’

ঢাকা: ‘জামায়াতকে যতটা দুর্বল মনে করা হচ্ছে ততটা দুর্বল নয়। শক্তিশালী দল বলেই জামায়াতের ওপর জুলুম চালানো হচ্ছে।

আর এই জুলুম নির্যাতনের পরও জামায়াত ভীত সন্ত্রস্ত নয়। ’

বৃহস্পতিবার দুপুরে রাজধানীর হোটেল অলিম্পিয়া প্যালেসে ঢাকা মহানগর জামায়াত আয়োজিত সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় দলটির নেতারা এ সব কথা বলেন।

বিশিষ্ট সাংবাদিক সাদেক খানের ‘জামায়াত এখন রাজপথে আন্দোলনের চেয়ে আত্মরক্ষামূলক অবস্থানে আছে ও মোবায়দুর রহমানের ‘আওয়ামী বিরোধী দলে থাকা অবস্থায় আড়াই বছরে ৬৮টি হরতাল দিলেও জামায়াত বিএনপি এখন পর্যন্ত ৪টি হরতাল দিয়েছে-’ এ ধরনের বক্তব্যের প্রেক্ষিতে জামায়াতের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলাম বলেন, ‘আমাদের যতটা দুর্বল মনে করা হচ্ছে আমরা ততটা দুর্বল নই। আমরা ভয়ে ভীত বা সন্ত্রস্ত নই। ’

শক্তিশালীদের সব সময় আঘাত করা হয় মন্তব্য করে তিনি বলেন, ‘দুর্বলকে কখনো আঘাত করা হয় না। শক্তিশালী বলেই জামায়াতের ওপর জুলুম চালানো হচ্ছে। তবে এই জুলুমে আমরা ভীত সন্ত্রস্ত নই। ’

তিনি আরও বলেন, ‘হয়তো জুলুম চালিয়ে আমাদের দলের নাম মুছে দেওয়া যাবে। কিন্তু আমরা যে আদর্শ ধারণ করি, তা কখনো মুছে ফেলা যাবে না। ’

আজহারুলের দাবি, ‘১৯৭১ থেকে ৭৫ পর্যন্ত জামায়াত নিষিদ্ধ ছিল। এর পর ১৯৭৯ সালে পুনরায় আত্মপ্রকাশ করার পর জামায়াতের শক্তি দিন দিন বাড়ছে। ’

১৯৭১- এর জামায়াত আর আজকের জামায়াত এক নয় বলেও দাবি করণে এটিএম আজহারুল ইসলাম।

প্রধান অতিথির বক্তব্যে ভারপ্রাপ্ত আমির মকবুল আহমাদ বলেন, ‘গণতান্ত্রিক দিক থেকে আওয়ামী লীগ সবচেয়ে সাম্প্রদায়িক। তারা নির্বাচনের আগে বলেছে, সবাইকে চাকরি দেবে। অথচ এখন আওয়ামী লীগ ছাড়া আর কেউ চাকরি পাচ্ছে না। এটিই হচ্ছে আওয়ামী লীগের দলীয় সাম্প্রদায়িকতার নমুনা। ’

আওয়ামী লীগের সব কিচ্ছা অচিরেই খতম হয়ে যাবে বলেও মন্ত্রব্য করেন তিনি।

তিনি  বলেন, আওয়ামী লীগ গবেষণা করে দেখেছে পুরনো মৌলবাদ, জঙ্গিবাদের কথা বলে কোনো ফল হচ্ছে না। এখন তারা নতুন করে চল্লিশ বছর আগে মীমাংসিত যুদ্ধাপরাধ ইস্যু সামনে নিয়ে আসছে। তাদের এ কিচ্ছাও একদিন খতম হয়ে যাবে। ’

ঢাকা মহানগর জামায়াতের আমির রফিকুল ইসলাম মিয়ার সভাপতিত্বে আরও বক্তৃতা করেন জামায়াতের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলাম, প্রচার বিভাগের সেক্রেটারি অধ্যাপক তাসনীম আলম, কর্মপরিষদ সদস্য নরুল ইসলাম বুলবুল, মাওলানা আব্দুল হালিম প্রমুখ।

সাংবাদিকদের মধ্যে মতবিনিময়ে অংশ নেন দৈনিক নয়াদিগন্তের সম্পাদক আলমগীর মহিউদ্দিন, নিউ নেশনের সম্পাদক মোস্তফা কামাল মজুম্দার, সংগ্রামের সম্পাদক আবুল আসাদ, কলামিস্ট ও সাংবাদিক সাদেক খান, মোবায়দুর রহামান, জাতীয় প্রেসক্লাবের সভাপতি কামালউদ্দিন সবুজ, দৈনিক আমার দেশ পত্রিকার প্রধান সহকারী সম্পাদক সঞ্জিব চৌধুরী, দৈনিক নয়াদিগন্তের নির্বাহী সম্পাদক সালাউদ্দিন মোহম্মদ বাবর, কলামিস্ট আব্দুল আওয়াল ঠাকুর, ডিইউজের সাবেক মহাসচিব এমএ আজিজ, জাতীয় প্রেস ক্লাবের সাবেক সভাপতি খন্দকার মনিরুল আলম প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৫৫০ ঘণ্টা, মে ১২, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।