ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

রাজনীতি

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির বৈঠক শনিবার

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪০১ ঘণ্টা, জুলাই ৩০, ২০১০
বিএনপির জাতীয় নির্বাহী কমিটির বৈঠক শনিবার

ঢাকা: প্রায় পাঁচ বছর পর জাতীয় নির্বাহী কমিটির বৈঠক ডেকেছে বিএনপি।

শনিবার রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে সকাল ১০টায় এ বৈঠক শুরু হবে।

চলবে রাত ৯টা পর্যন্ত।

দলীয় একটি সূত্র জানিয়েছে, বৈঠকে দলের সাংগঠনিক আলোচনা গুরুত্ব পাবে।

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সভাপতিত্বে অনুষ্ঠেয় বৈঠকে দলের মহাসচিব, স্থায়ী কমিটি সদস্য, ভাইস চেয়ারম্যান, চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদ সদস্য, সিনিয়র যুগ্ম-মহাসচিব, যুগ্ম-মহাসচিব ও সাংগঠনিক সম্পাদকসহ জাতীয় নির্বাহী কমিটির সব পর্যায়ের নেতাদের উপস্থিত থাকার আহ্বান জানানো হয়েছে।

ওয়ান-ইলেভেনের ধকল শেষে নবম জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির ভরাডুবি, এরপর ক্ষমতাসীনদের বৈরি আচরণ ও বিভিন্ন মামলায় নেতাকর্মীদের গ্রেপ্তার হওয়ায় দুর্বল হয়ে পড়া সংগঠন কীভাবে আরও চাঙা করা যায় শনিবারের বৈঠকে তা আলোচনা হবে বলে জানা গেছে।

প্রসঙ্গত, ২০০৬ সালের আগস্ট মাসে গণভবনে বিএনপির নির্বাহী কমিটির সর্বশেষ সভা হয় তৎকালীন প্রধানমন্ত্রী খালেদা জিয়ার নেতৃত্বে। এর আগে বিএনপির নির্বাহী কমিটির সভা হয় ২০০৫ সালের সেপ্টেম্বরে, তৎকালীন সিনিয়র যুগ্ম-মহাসচিব তারেক রহমানের তত্ত্বাবধানে।

বাংলাদেশ সময়: ১৫৪০ ঘণ্টা, জুলাই ৩০, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।