ঢাকা, বৃহস্পতিবার, ২৫ বৈশাখ ১৪৩১, ০৯ মে ২০২৪, ০০ জিলকদ ১৪৪৫

রাজনীতি

সাক্ষি না আসায় খালেদার কার্যালয়ে বোমা হামলার শুনানি পিছিয়েছে

মবিনুল ইসলাম, স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১৪ ঘণ্টা, মে ১০, ২০১১

ঢাকা: সাক্ষি না আসায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গুলশানের কার্যালয়ের সামনে বোমা হামলার মামলায় বিএনপির প্রয়াত মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেনের ছেলে খোন্দকার আকতার হামিদ পবনসহ ছয় আসামির বিরুদ্ধে সাক্ষ্য গ্রহন পিছিয়েছে।

মঙ্গলবার ঢাকার তৃতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ আকতারুজ্জামান মামলার সাক্ষ্য গ্রহনের জন্য আগামী ২৯ জুন দিন ধার্য করেছেন।

এদিন পবনের জামিন স্থায়ী করার আবেদন করা হলে আদালত তা মঞ্জুর করেন।

অপর আসামিরা হলেন- নোয়াখালী জেলা ছাত্রদলের সভাপতি ওমর ফারুক, প্রদীপ সাহা, গোলাম সাব্বির শোভন, সুলতান হাসান রনি ও ডাকাত বাবু। ওমর ফারুক মামলার শুরু থেকেই পলাতক।

এজাহার থেকে জানা যায়, গত ২৩ ফেব্রুয়ারি অজ্ঞাতনামা দুষ্কৃতকারীরা খালেদা জিয়ার গুলশানের কার্যালয়ের সামনে পরপর দুটি বোমা নিক্ষেপ করে। এরপর তারা দুটি মোটরসাইকেলে করে দ্রুত পালিয়ে যায়।

বিএনপি চেয়ারপারসনের সিকিউরিটি সেলের ডেপুটি কো-অর্ডিনেটর মেজর মুহাম্মদ হানিফ (অব) বাদী হয়ে গত ২৪ ফেব্রুয়ারি এ মামলা দায়ের করেন।

বাংলাদেশ সময় : ১৪১৪ ঘণ্টা, মে ১০, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।