ঢাকা, বুধবার, ১০ বৈশাখ ১৪৩১, ২৪ এপ্রিল ২০২৪, ১৪ শাওয়াল ১৪৪৫

রাজনীতি

প্রতারণার মাধ্যমে বর্তমান সরকার ক্ষমতায় এসেছে: হান্নান শাহ

জেলা প্রতিনিধি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩৯ ঘণ্টা, মে ৯, ২০১১
প্রতারণার মাধ্যমে বর্তমান সরকার ক্ষমতায় এসেছে: হান্নান শাহ

ভোলা: বিএনপির স্থায়ী কমিটির সদস্য বিগ্রেডিয়ার (অব.) আ স ম হান্নান শাহ বলেছেন, ‘বর্তমান সরকার প্রতারণার মাধ্যমে ক্ষমতায় এসেছে। তারা জনগণকে দেওয়া প্রতিশ্রুতি রক্ষা করেনি।



তিনি বলেন, ‘দেশে এখন দুর্ভিক্ষপ্রায় অবস্থা। সারাদেশেই ওএমএস চাল চুরি হচ্ছে। সরকার গরিবদের জন্য কোনো সাহায্য সহযোগীতা করতে পারছেনা। ’

সোমবার বিকালে ভোলা শহরের নতুন বাজারস্ত কবি মোজাম্মেল হক টাউন হলে অনুষ্ঠিত বিএনপি আয়োজিত সমাবেশে তিনি এসব কথা বলেন।

হান্নান শাহ আরও বলেন, ‘সরকার দেশের মানুষের শান্তি নষ্ট করে বিদেশিদের ট্রানজিট দিচ্ছে, তারা ভারতের দালালি করছে। সেখানে দেশের মানুষ খাদ্য পাচ্ছেনা, সেখানে বিদেশিদের স্বার্থই দেখছে সরকার। ’

নির্বাচন কমিশন প্রসঙ্গে তিনি বলেন, ‘বর্তমান নির্বাচন কমিশনারের মাধ্যমে একটিও শান্তিপূর্ণ কিংবা ভালো নির্বাচন হয়নি। ’

জেলা বিএনপি’র সভাপতি আলহাজ্ব গোলাম নবী আলমগীরের সভাপতিত্বে বক্তব্য রাখেন সুপ্রিম কোর্টে বার কাউন্সিলরের সভাপতি অ্যাডভোকেট খন্দকার মাহবুব হাসান, বিএনপি নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান আলতাব হোসেন, হাফিজ উদ্দিন আহমেদ, মোশারেফ হোসেন শাজাহান প্রমুখ।

বাংলাদেশ সময়: ২০৩০ ঘণ্টা, মে ০৯, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।