ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

রাজনীতি

পুতুল সরকার দেশ চালাচ্ছে দিল্লির প্রেসক্রিপশনে: শওকত মাহমুদ

জেলা প্রতিনিধি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪৩ ঘণ্টা, মে ৯, ২০১১
পুতুল সরকার দেশ চালাচ্ছে দিল্লির প্রেসক্রিপশনে: শওকত মাহমুদ

যশোর: বিএনপি চেয়ারপাসনের উপদেষ্টা শওকত মাহমুদ বলেছেন, মহাজোট সরকারের নামে আওয়ামী লীগের নেতৃত্বাধীন পুতুল সরকার দেশ চালাচ্ছে দিল্লির প্রেসক্রিপশনে।

সোমবার বিকেলে শহরের চিত্রা মোড়ে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।



কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে জেলা বিএনপি এ সমাবেশের আয়োজন করে।

জেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি শামসুল হুদার সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন দলের খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মশিউর রহমান। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কেন্দ্রীয় নেতা নিতাই রায়চৌধুরী, জয়ন্তকুমার কু-ু, জেলা কমিটির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু, দেলোয়ার হোসেন খোকন, পৌরসভার মেয়র মারুফুল ইসলাম প্রমুখ।

শওকত মাহমুদ বলেন, আওয়ামী লীগ তাদের নির্বাচনী প্রতিশ্রুতির একটিও পূরণ করেনি। দশ টাকা সের চাল দেয়নি। ঘরে ঘরে চাকরি দেয়নি। বিনামূল্যে সার দেয়নি। উপরন্তু শেয়ারবাজার থেকে ৭০ হাজার কোটি টাকা লুটপাট করেছে। আরও আড়াই বছর ক্ষমতায় থাকলে তারা লক্ষ কোটি টাকা লুটপাট করবে।

তিনি বলেন, এসব কারণেই এখনই মধ্যবর্তী নির্বাচন চায় দেশের মানুষ। মানুষের এ আকাক্সক্ষা পূরণে বিএনপি সারাদেশে একযোগে আন্দোলন শুরু করেছে। এ আন্দোলনে জয়লাভের মাধ্যমে ভারতপন্থি সরকারকে হটিয়ে দেশপ্রেমিক সরকার প্রতিষ্ঠা করা হবে।

গত সাড়ে চার বছর ধরে জিয়া পরিবারের ওপর একের পর এক নির্যাতন চলছে অভিযোগ করে শওকত মাহমুদ আরও বলেন, জিয়া পরিবার যখন বিপন্ন হয়, দেশের স্বাধীনতাও তখন বিপন্ন হয়। আজ জিয়া পরিবার বিপন্ন। দেশের স্বাধীনতাও বিপন্ন।

বিশেষ অতিথির বক্তব্যে বিএনপির খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মশিউর রহমান বলেন, রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মবার্ষিকীতে প্রধানমন্ত্রী বলেছেন, তার দীক্ষায় দীক্ষিত হতে। কিন্তু, রবীন্দ্রনাথের দীক্ষা নিলে বাংলাদেশ আর স্বাধীন থাকে না।

মশিউর রহমান বলেন, বিচারপতি খায়রুল হকের অধীনে বিএনপি কখনোই নির্বাচন করবে না।

বিএনপির কেন্দ্রীয় আইনবিষয়ক সম্পাদক নিতাই রায়চৌধুরী বলেন, আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের সরকার নয়। আমরা যুদ্ধ করে দেশ স্বাধীন করেছি। সে কারণে দেশপ্রেম আমাদেরই বেশি।

তিনি আরও বলেন, আওয়ামী লীগ হচ্ছে মুক্তিযুদ্ধের পক্ষের সরকার। পক্ষ আর যুদ্ধ করা এক নয়।

বাংলাদেশ সময়: ১৯২৮ ঘণ্টা, মে ০৯, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad