ঢাকা, শুক্রবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

রাজনীতি

প্রধান বিচারপতি আ.লীগ দর্শনে বিশ্বাসী: এমকে আনোয়ার

জেলা প্রতিনিধি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪১ ঘণ্টা, মে ৯, ২০১১
প্রধান বিচারপতি আ.লীগ দর্শনে বিশ্বাসী: এমকে আনোয়ার

নোয়াখালী: বিএনপির স্থায়ী কমিটির সদস্য এম কে আনোয়ার বলেছেন, ‘সর্বোচ্চ আদালতের ওপর আজ মানুষের কোনো আস্থা নেই। বর্তমান প্রধান বিচারপতিকে দু’জন বিচারপতি ডিঙ্গিয়ে প্রধান বিচারপতি করা হয়েছে।

কারণ তিনি আওয়ামী দর্শন বিশ্বাস করেন। ’

সোমবার বিকেলে নোয়াখালী বিজয় মঞ্চে মধ্যবর্তী নির্বাচনের দাবিতে জেলা বিএনপি আয়োজিত এক জনসভায় তিনি এসব কথা বলেন।

বিএনপি নেতা আনোয়ার বলেন, ‘এ দেশে আইন আছে কিন্তু সে আইন ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগের জন্য প্রযোজ্য নয়। দেশ এখন সন্ত্রাসীদের অভয়ারণ্য। এ সরকার ক্ষমতায় এসে ৭ হাজার ৬৩ টি মামলা প্রত্যাহার করে নিয়েছে, এ সকল মামলার দেড় লাখ দাগি সন্ত্রাসীদের সমাজে ছেড়ে দেওয়া হয়েছে। ’

তিনি বলেন, ‘দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সরকার স¤পূর্ণ ব্যর্থ হয়েছে। বিএনপি সরকার যে চালের মূল্য ১৬ টাকা ৬১ পয়সা রেখে এসেছিলো এ সরকারের আমলে সে চাল ৪৫ টাকা হয়েছে। ’

দেশের শেয়ার বাজার প্রসঙ্গে তিনি বলেন, ‘৩৩ লাখ উদীয়মান ক্ষুদ্র বিনিয়োগকারীদের পরিকল্পিতভাবে ধবংস করা হয়েছে। শেয়ারবাজারের ৮৫ হাজার কোটি টাকা উধাও হয়ে গেলো কিন্তু সরকার এখনো কিছুই করতে পারেনি।

তিনি আরও বলেন, ‘এক ঘরে হয়ে গেছে বাংলাদেশ। পৃথিবীর বিভিন্ন দেশ থেকে লাখ লাখ লোক ফিরে আসছে। তাই আমরা মনে করি এ সরকার দেশ পরিচালনায় ব্যর্থ। আজ সময় এসেছে ব্যর্থতার দায়ভার স্বীকার করে পদত্যাগ করে মধ্যবর্তী নির্বাচন দেওয়ার। ’

বিএনপির যুগ্ম মহাসচিব ও জেলা বিএনপির সভাপতি মো. শাহজাহানের সভাপতিত্বে বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপাসরনের উপদেষ্টা মোশারফ হোসেন এমপি, আবদুল আউয়াল মিন্টু, জয়নাল আবদীন এমপি, বিএনপির পরিবার কল্যাণ সম্পাদক মেজর (অব.) ডা. রেজাউল হক, জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও নোয়াখালী পৌরসভার মেয়র হারুনুর রশিদ আজাদ প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৮৩০ ঘণ্টা, মে ০৯, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।