ঢাকা, শুক্রবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

রাজনীতি

খালেদা জিয়াকে বিরোধীদলীয় নেতার পদ থেকে পদত্যাগের আহ্বান নাসিমের

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২৩ ঘণ্টা, মে ৯, ২০১১
খালেদা জিয়াকে বিরোধীদলীয় নেতার পদ থেকে পদত্যাগের আহ্বান নাসিমের

ঢাকা: খালেদা জিয়াকে বিরোধীদলীয় নেতার পদ থেকে পদত্যাগ করার আহবান জানালেন সাবেক স্বরাষ্টমন্ত্রী মোহাম্মদ নাসিম।

ঢাকা রিপোটার্স ইউনিটিতে(ডিআরইউ) সোমবার সকালে ড.এম ওয়াজেদ মিয়ার ২য় মৃত্যু বার্ষিকী উপলক্ষে ওলামালীগ আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে তিনি এই আহবান জানান।



তিনি বলেন, খালেদা জিয়া আপনি বিরোধীদলীয় নেতার দায়িত্ব পালন করছেন না। তাই এই পদে থাকার অধিকার আপনার নাই।

বিএনপির মধ্যবর্তী নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, সংসদে অনর্থক প্রস্তাব বা সংখ্যাগরিষ্ঠতা হারালে সরকার মধ্যবর্তী নির্বাচন দেয়। কিন্তু সংসদে আ’লীগ ২/৩ আসনে এগিয়ে আছে। কিন্তু আ’লীগ যাতে কাজ করতে না পারে ষড়যন্ত্রমূলকভাবে বিএনপি এখন মধ্যবর্তী নির্বাচনের কথা বলছে।

অর্থমন্ত্রীকে শেয়ার বাজারে আস্থা ফিরিয়ে আনার আহবান জানিয়ে তিনি বলেন, কোাটি কোটি টাকার ক্ষতি হচ্ছে, যেকোনো ভাবেই আস্থা ফিরিয়ে আনতে হবে।

মওলানা ইলিয়াস হোসেন বিন হেলালীর সভাপতিত্বে অনুষ্ঠিত এ আলোচনা সভায় উপস্থিত ছিলেন ঢাকা মহানগর অ’লীগের সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, সাংসদ অ্যাডভোকেট সানজিদা খানম, ফয়েজ উদ্দীন মিয়া প্রমুখ।

পরে ড. ওয়াজেদ মিয়ার রুহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

বাংলাদেশ সময়: ১৩২৩ ঘণ্টা, মে ০৯, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।