ঢাকা, শনিবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৭ এপ্রিল ২০২৪, ১৭ শাওয়াল ১৪৪৫

রাজনীতি

সংবিধান কমিটিতে ২৪ সম্পাদকের মতামত বুধবার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১২ ঘণ্টা, মে ৩, ২০১১
সংবিধান কমিটিতে ২৪ সম্পাদকের মতামত বুধবার

ঢাকা: সংবিধান সংশোধনে ২৪ পত্রিকা সম্পাদকের মতামত বুধবার সকালে নেবে সংবিধান সংশোধনে গঠিত বিশেষ কমিটি।

সংসদ ভবনে সকাল ১১টায় কমিটির ২২তম বৈঠকে এ মতামত নেওয়া হবে।



সোমবার কমিটির চেয়ারপারসন ও সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী স্বাক্ষরিত আমন্ত্রণপত্র সকলের কাছে পৌঁছানো হয়েছে।

আমন্ত্রণ পাওয়া সম্পাদকরা হলেন- কালেরকণ্ঠ, বাংলাদেশ প্রতিদিন, ডেইলি সান, ইত্তেফাক, ইনকিলাব, দিনকাল, নয়াদিগন্ত, আমারদেশ, মানবজমিন, আমাদের সময়, জনকণ্ঠ, প্রথমআলো, যুগান্তর, সমকাল, দৈনিক খবর, ডেইলি স্টার, নিউ নেশন, নিউ এজ, ইনডিপেন্ডেট, যায়যায়দিন, সংবাদ, ডেসটিনি, ভোরের কাগজ ও  নিউজ টুডে।

এর আগে মঙ্গলবার ১৮ জন বুদ্ধিজীবীর মতামত নেয় কমিটি।

এর আগে গত ২৪ এপ্রিল সংবিধান সংশোধনে গঠিত বিশেষ কমিটি সাবেক প্রধান বিচারপতি ও সংবিধান বিশেষজ্ঞদের সঙ্গে বৈঠক করে।

২৫ এপ্রিল প্রধান বিরোধীদল বিএনপিসহ অন্যান্য রাজনৈতিক দলকে বৈঠকে আমন্ত্রণ জানায় কমিটি।

কিন্তু সংবিধান কমিটির ডাকে সাড়া দেয়নি বিএনপি।

বাংলাদেশ সময়: ২০০২ ঘণ্টা, মে ৩, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।