ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

রাজনীতি

মানহানি মামলা

মির্জা ফখরুলের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি ফের পেছাল

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩১ ঘণ্টা, মে ৩, ২০১১
মির্জা ফখরুলের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি ফের পেছাল

ঢাকা: মানহানি মামলায় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি ফের পিছিয়েছে।

মঙ্গলবার মির্জা ফখরুল আদালতে হাজির ছিলেন।

কিন্তু নির্ধারিত বিচারক না থাকায় ভারপ্রাপ্ত বিচারক ইসমাইল হোসেন অভিযোগ গঠনের শুনানি পিছিয়ে দেন।

মির্জা ফখরুলের আইনজীবী জয়নুল আবেদীন মেজবাহ বাংলানিউজকে জানান, আগামী ১০ জুলাই শুনানির পরবর্তী দিন ধার্য করা হয়েছে।

গত বছরের ১৮ জুলাই বঙ্গবন্ধু ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও সভাপতি অ্যাডভোকেট মশিউর মালেক মানহানির এ মামলা দায়ের করেন।

গত ১১ নভেম্বর মির্জা ফখরুল ঢাকার মুখ্য মহানগর হাকিমের আদালতে আত্মসমর্পণ করে জামিন নেন।

মামলায় অভিযোগ করা হয়, মির্জা ফখরুল ইসলাম গত বছরের ১৪ জুলাই জাতীয় প্রেসক্লাবে জিয়া পরিষদ আয়োজিত আলোচনা সভায় আইন প্রতিমন্ত্রী ও বঙ্গবন্ধু ফাউন্ডেশনের পৃষ্ঠপোষক অ্যাডভোকেট কামরুল ইসলামকে মানসিকভাবে অসুস্থ ও পাগল বলে অভিহিত করেন।

এতে আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলামসহ বঙ্গবন্ধু ফাউন্ডেশন ও  বঙ্গবন্ধু ফাউন্ডেশনের সভাপতি হিসেবে বাদীর মানহানি ঘটেছে বলে মামলায় অভিযোগ করা হয়।

বাংলাদেশ সময়: ১৪২৬ ঘন্টা, মে ০৩, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।