ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

রাজনীতি

মহাজোটের সংবিধান সংশোধন মহাগোঁজামিল ও স্ববিরোধী : বিপ্লবী ওয়ার্কার্স পার্টি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫৫ ঘণ্টা, মে ৩, ২০১১
মহাজোটের সংবিধান সংশোধন মহাগোঁজামিল ও স্ববিরোধী : বিপ্লবী ওয়ার্কার্স পার্টি

ঢাকা: মহাজোট সরকারের সংবিধান সংশোধন মহাগোঁজামিল ও স্ববিরোধী বলে মন্তব্য করেছেন বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক।

মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।



সংবিধান সংশোধন সম্পর্কে দলের বক্তব্য ও প্রস্তাব তুলে ধরতে এ সংবাদ সম্মেলন আয়োজন করা হয়।

লিখিত বক্তব্যে সাইফুল হক বলেন, ‘মহাজোট সরকারের সংবিধান সংশোধনের পুরো বিষয়টিই যে মহাগোঁজামিল ও স্ববিরোধী ছাড়া কিছু নয়, তা তাদের মতামত ও আলাপ-আলোচনা থেকেই স্পষ্ট হয়েছে। ’

তিনি বলেন, ‘সরকারি দল ও সংসদীয় কমিটির পক্ষ থেকে একদিকে বলা হচ্ছে- উচ্চ আদালতের রায়ের পর স্বয়ংক্রিয়ভাবে সংবিধানে সমাজতন্ত্র ও ধর্মনিরপেক্ষতার মতো মৌলভিত্তি পুনঃস্থাপিত হচ্ছে, অন্যদিকে রাষ্ট্রধর্ম সম্বলিত সংবিধানের অষ্টম সংশোধনীও বহাল রাখার কথা বলা হচ্ছে। ’

সংবিধান সংশোধনের প্রক্রিয়াকে প্রতারণমূলক ও স্ববিরোধী আখ্যা দিয়ে সাইফুল হক বলেন, ‘সরকারি দল আওয়ামী লীগ এখন সংবিধান সংশোধনের নামে যা করছে, তা ক্ষমতাকেন্দ্রিক ভোটের রাজনৈতিক মেরুকরণের হিসাব-নিকাশ থেকেই করছে। এর সঙ্গে গণতন্ত্রায়নের বিশেষ কোনো সম্পর্ক নেই। ’

সংবিধানকে গণতান্ত্রিক চেহারা দিতে সমাজতন্ত্র ও ধর্মনিরপেক্ষতা পুনঃপ্রতিষ্ঠাসহ ৮ দফা প্রস্তাব উপস্থাপন করেন সাইফুল হক।

এ ছাড়া ৯০ দিনের মধ্যে নির্বাচন করতে ব্যর্থ হলে পূর্ববর্তী সরকার বহাল রেখে তাদের অধীনে নির্বাচন অনুষ্ঠানের জন্য প্রধানমন্ত্রীর প্রস্তাবও প্রত্যাখান করেন তিনি।

তিনি বলেন, ‘এ প্রস্তাব বাস্তবায়ন হলে সংঘাত-সংঘর্ষসহ নানামুখি সংকট সৃষ্টি হবে। আর এই সুযোগে অগণতান্ত্রিক ও অসাংবিধানিক শক্তির হস্তক্ষেপ অনেকাংশেই বেড়ে যাবে। ’

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির নাসির উদ্দিন আহমেদ নাসু, কেন্দ্রীয় নেতা বহ্নি শিখা জামালী, রাশেদা বেগম, তোফাজ্জেল হোসেন প্রমুখ।

বাংলাদেশ সময়: ১২২৪ ঘণ্টা, মে ০৩, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।