ঢাকা, শুক্রবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

রাজনীতি

অর্থপাচার মামলা

আপিল বিভাগে আদেশ পুনর্বিবেচনার আবেদন তারেকের

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১৩ ঘণ্টা, মে ২, ২০১১
আপিল বিভাগে আদেশ পুনর্বিবেচনার আবেদন তারেকের

ঢাকা: অর্থপাচার মামলার বিষয়ে আপিল বিভাগের দেওয়া আদেশ পুনর্বিবেচনার আবেদন করেছেন বিএনপির সিনিয়র ভাইস-চেয়ারম্যান তারেক রহমান।

আপিল বিভাগে সোমবার এ আবেদন দায়ের করা হয়েছে।



গত ৯ ফেব্রুয়ারি প্রধান বিচারপতি এবিএম খায়রুল হকের নেতৃত্বাধীন আপিল বিভাগের তিন সদস্যের বেঞ্চ তারেক রহমানের লিভ টু আপিলের (আপিলের অনুমতি আবেদন) বিষয়ে আদেশ দেন।

ওই আদেশে বলা হয়, তারেক রহমানের বিরুদ্ধে মামলা ও অভিযোগপত্র ২০০৯ সালের আইনে দেওয়া হয়েছে। কিন্তু ২০০৯ সালের আইনে এর বিচার কার্যক্রম চলবে না। তবে ঘটনার সময়কার আইনে এর বিচার করা যাবে।

তারেক রহমানের আইনজীবী ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন বাংলানিউজকে জানান, ওই আদেশের স্পষ্টতা চেয়ে আপিল বিভাগে আবেদন করা হয়েছে।

প্রসঙ্গত, ২০০৯ সালের ২৬ অক্টোবর দুর্নীতি দমন কমিশনের (দুদক) সহকারী পরিচালক মো. ইব্রাহিম বাদী হয়ে তারেক রহমান ও তার বন্ধু গিয়াস উদ্দিন আল মামুনের বিরুদ্ধে মামলাটি দায়ের করেন।

গত বছরের (২০১০) ৬ জুলাই এ মামলায় তারেক ও মামুনের বিরুদ্ধে অভিযোগপত্র দেয় দুদক।

বর্তমানে মামলাটি নিম্ন আদালতে অভিযোগ গঠন শুনানির অপেক্ষায় রয়েছে।

এ মামলার বৈধতা চ্যালেঞ্জ করে তারেক রহমানের করা রিট আবেদন গত বছরের ২৯ সেপ্টেম্বর খারিজ করেন হাইকোর্ট।

ওই রায়ের বিরুদ্ধেই লিভ টু আপিল দায়ের করেন তারেক।

বাংলাদেশ সময়: ২১০০ ঘণ্টা, মে ২, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।