ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

রাজনীতি

সিপিবির সমাবেশে বোমা হামলা মামলা

মাওলানা সাব্বির ও ফরিদকে ১০ দিন করে রিমান্ডে নেওয়ার আবেদন

মবিনুল ইসলাম, স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০৪ ঘণ্টা, মে ২, ২০১১
মাওলানা সাব্বির ও ফরিদকে ১০ দিন করে রিমান্ডে নেওয়ার আবেদন

ঢাকা: বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সমাবেশে বোমা হামলা মামলায় হুজির নায়েবে আমীর মাওলানা আব্দুল হান্নান ওরফে সাব্বির ও মাওলানা শেখ ফরিদকে ১০ দিন করে রিমান্ডে নেওয়ার আবেদন করা হয়েছে।

সংশ্লিষ্ট আদালতের সাধারণ নিবন্ধন কর্মকর্তা গাফফারুল আলম রিমান্ড আবেদনের বিষয়টি নিশ্চিত করেন।


 
বাংলানিউজকে তিনি জানান, মাওলানা সাব্বিরের রিমান্ড শুনানির হবে মঙ্গলবার। মহানগর হাকিম কেশব রায় চৌধুরীর আদালতে শুনানি হওয়ার কথা রয়েছে।

তবে ২১ আগস্টের বোমা হামলা মামলায় রিমান্ডে থাকায় শেখ ফরিদের রিমান্ড শুনানি পরে হবে বলে জানান তিনি।  

রিমান্ড আবেদনে বলা হয়, গত বছরের (২০১০) ১০ অক্টোবর আবু জান্দাল ওরফে মাসুম বিল্লাহ আদালতের কাছে স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে অভিযুক্তদের নাম প্রকাশ করেন।    

এ মামলায় এর আগে হরকাতুল জিহাদ নেতা মাওলানা আবু তাহের, শেখ আব্দুস সালাম, আরিফ হাসান সুমন, মাওলানা ইদ্রিস আলী ও হাফেজ মাওলানা আব্দুল লতিফকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়।
 
প্রসঙ্গত, ২০০১ সালের ২১ জানুয়ারি রাজধানীর পল্টন ময়দানে সিপিবির জনসভায় সন্ত্রাসীরা বোমা হামলা চালায়।

ওই হামলায় ৫ জন নিহত ও ৫০ জন আহত হন।

বাংলাদেশ সময়: ১৭৪৬ ঘণ্টা, মে ২, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।