ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

রাজনীতি

জাবিতে ছাত্রলীগের বাধা

ক্যাম্পাসের বাইরে পরীক্ষা দুই ছাত্রদল নেতার

জাবি প্রতিনিধি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫৮ ঘণ্টা, মে ২, ২০১১

জাবি: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) ছাত্রলীগের বাধার মুখে সোমবার স্নাতকোত্তর পর্যায়ের প্রথম পরীক্ষা ক্যাম্পাসে দিতে পারেননি ছাত্রদলের দুই নেতা। পরে সাভারের একটি বেসরকারি মেডিক্যাল কলেজে তাদের পরীক্ষা নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।



এ ঘটনাকে বিশ্ববিদ্যালয় প্রশাসনের চরম ব্যর্থতা দাবি করে জাতীয়তাবাদী শিক্ষক ও ছাত্রদলের পক্ষ থেকে বিবৃতি দেওয়া হয়েছে।

সোমবার সরকার ও রাজনীতি বিভাগের ছাত্র ও বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের যুগ্ম-সম্পাদক আব্দুল্লাহ আলামীন ও ছাত্রদল নেতা মোশারফ হোসেন অপূর্বর স্নাতকোত্তর পর্যায়ের ‘আধুনিক রাজনৈতিক বিশ্লেষণ’ কোর্স নং: ৫০২ এর পরীক্ষা অনুষ্ঠিত হয়। কিন্তু ছাত্রলীগের নেতাকর্মীরা বাধা দেওয়ায় তারা ক্যাম্পাসে পরীক্ষা দিতে পারেননি।

এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করে বিবৃতি দেন ৭৫ জন জাতীয়তাবাদী শিক্ষক।

এছাড়া ছাত্রদলের সভাপতি জাকির হোসেন ও সাধারণ সম্পাদক আবু সাইদ ভুইয়া এক বিবৃতিতে বলেন, ‘বিশ্ববিদ্যালয় প্রশাসন ছাত্রলীগের হাতে জিম্মি হয়ে পড়েছে। আমরা এর তীব্র নিন্দা জানিয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে সকল ছাত্রদল নেতাকর্মীর ক্লাস-পরীক্ষার ব্যবস্থা এবং ক্যাম্পাসে সহ-অবস্থান নিশ্চিত করার দাবি জানাচ্ছি। ’

এ বিষয়ে ছাত্রলীগের সহ-সভাপতি নেয়ামুল পারভেজ বাংলানিউজকে বলেন, ‘কেউ যদি মনে করেন যে,  ক্যাম্পাসে তারা নিরাপদে পরীক্ষা দিয়ে পারবেন না এটা তাদের ব্যাপার। এখানে আমাদের করার কিছু নেই। ’

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক আরজু মিয়া বাংলানিউজকে বলেন, ‘বিশ্ববিদ্যালয় প্রশাসন মনে করেছে বাইরে পরীক্ষা দিলে তারা ভালোভাবে পরীক্ষা দিতে পারবে তাই বাইরে পরীক্ষা নেওয়া হয়েছে। ’

বাংলাদেশ সময়: ১৭৩৪ ঘণ্টা, মে ২, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।