ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

রাজনীতি

শেয়ার কেলেংকারির কারণে ১ কোটির বেশি ভোটার ক্ষুব্ধ: এরশাদ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫৭ ঘণ্টা, মে ১, ২০১১
শেয়ার কেলেংকারির কারণে ১ কোটির বেশি ভোটার ক্ষুব্ধ: এরশাদ

ঢাকা: জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ বলেছেন, ‘শেয়ার কেলেঙ্কারির  মাধ্যমে ৩৩ লাখ ক্ষুদ্র বিনিয়োগকারীকে পথে বসানো হয়েছে। ’

রোববার বিকেলে রাজধানীর মুক্তাঙ্গনে জাতীয় শ্রমিক পার্টি আয়োজিত শ্রমিক-কর্মচারী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে শেয়ার কেলেঙ্কারির সঙ্গে জড়িতদের শাস্তি দাবি করে তিনি একথা বলেন।



এরশাদ বলেন, ‘৩৩ লক্ষ ক্ষুদ্র বিনিয়োগকারী শেয়াবাজার থেকে নি:স্ব হয়ে ঘরে ফিরেছে। এই শেয়ার কেলেঙ্কারির কারণে ১ কোটির বেশি ভোটার বর্তমান সরকারের দিক থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। এদেশের মানুষের আস্থা ফিরিয়ে আনতে হলে শেয়ার কেলেঙ্কারিরর সঙ্গে জড়িতদের অবশ্যই বিচার করতে হবে। ’

নারীনীতি নিয়ে তিনি বলেন, ‘সরকার বলুক যে, কোরআনে যেভাবে সম্পত্তি বণ্টনের  কথা বলা হয়েছে নারীনীতিতেও সেভাবেই বণ্টন করা হয়েছে । তাহলেই সব সমস্যার সমাধান হয়ে যাবে। ’

মুক্তাঙ্গনে সভা সমাবেশের ওপর আরোপিত নিষেধাজ্ঞার বিষয়ে তিনি বলেন, ‘মুক্তাঙ্গন সবার মত প্রকাশের জায়গা। সেই মত প্রকাশে বাধা দিয়ে কাউকে হরতাল অনশনের মতো কর্মসূচির দিকে ঠেলে দেওয়া সরকারের উচিত হবে না। ’

এরশাদ বলেন, ‘সরকার ঘোষণা দিয়েছিল রাজনৈতিক প্রতিহিংসার কারণে যেসব মামলা করা হয়েছে সেগুলো প্রত্যাহার করা হবে। সরকার যদি আমাকে মহাজোটের অংশ মনে করে তাহলে আমার বিরুদ্ধে রাজনৈতিক প্রতিহিংসামূলক যেসব মামলা করা হয়েছে সেগুলো তুলে নিক। ’

‘জেল জুলুমের ভয় আমি করি না’ উল্লেখ করে এরশাদ বলেন, ‘জাতীয় পার্টি ও দেশের আপামর শ্রমিকদের স্বার্থ নিয়ে কাজ করে যেতে চাই। একের পর এক কলকারখানা বন্ধ করার কারণে শ্রমিকরা বেকার হয়ে পড়ছে।   পানি-বিদ্যুতের সমস্যা ও দ্রব্যমূল্যের উর্ধগতি নিয়ন্ত্রণ করা না গেলে দেশের জনগণ আগামী নির্বাচনে বর্তমান সরকারকে ক্ষমতায় আর  না-ও আনতে পারে। দেশের পরিস্থিতি যে নাজুক সেটা শুধু আমি নই, আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল জলিল ও প্রেসিডিয়াম সদস্য ওবায়দুল কাদেরও বলেছেন। ’

সমাবেশে রাষ্ট্রপতি শাসিত সরকার ব্যবস্থা প্রবর্তনেরও দাবি জানান তিনি।

এরশাদ বলেন, পৃথিবীতে পাটজাত দ্রব্যের কদর ও মূল্য বেড়েছে। দয়া করে পাটকলগুলো চালু করুন। ’

তিনি বলেন, ‘আমার সময়ে ৩৩টি পাটকল মালিকদের হাতে ফিরিয়ে দেওয়া হয়েছিল। আমার সময়েই শ্রমিকদের পূর্ণাঙ্গ মজুরি কমিশন গঠন করা হয়েছিল। কোন শ্রমিক না খেয়ে মারা যায়নি। ’

সমাবেশে বিশেষ অতিথির বক্তব্যে জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য কাজী জাফর আহমেদ বলেন, ‘জোয়ার ভাটার এই দেশে ক্ষমতা কারো হাতে বোশিদিন থাকে না। মহাজোট ক্ষমতায় আর মহাজোটের দ্বিতীয় ব্যক্তি এরশাদ আদালতের বারান্দায় বারান্দায় ঘুরবেন, জনগণ তা মেনে নেবে না। বর্তমান সরকারকে অনুরোধ করবো- এরশাদের অবদান ভুলে যাবেন না। সঠিক সময়ে সাঠিক সিদ্ধান্ত না নিলে রাজনৈতিক বিস্ফোরণ ঘটতে পারে। ’

‘নামমাত্র মহাজোটের চক্করে জাতীয় পার্টি পড়ে থাকতে চায় না’ বলেও মন্তব্য করেন তিনি। ’

সমাবেশে জাপা মহাসচিব এবিএম রুহুল অমিন হাওলাদার বলেন, ‘এরশাদকে সরকারের বাইরে রেখে দেশের উন্নয়ন সম্ভব নয়। আজ দেশের চারদিক শ্রমিকের হাহাকারে প্রকম্পিত। এরশাদের বিরুদ্ধে সব আমলা যত দ্রুত সম্ভব প্রত্যাহার করুন। তা না হলে শ্রমিকরা রাজপথে নামতে বাধ্য হবে।

জাতীয় শ্রমিক পার্টির সভানেত্রী আনোয়ারা বেগমের সভানেতৃত্বে সমাবেশে আরোে উপস্থিত ছিলেন প্রেসিডিয়াম সদস্য জিয়াউদ্দিন বাবলু , সাইদুর রহমান টেপা, সাংগঠনিক সম্পাদক দিদারুল আলম দিদার, দপ্তর সম্পাদক তাজুল ইসলাম চৌধুরী । সমাবেশ পরিচালনা করেন জাতীয় শ্রমিক পার্টির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন।

বাংলাদেশ সময় ১৮৪০ ঘণ্টা, মে ১,২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।