ঢাকা, শুক্রবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

রাজনীতি

‘খালেদা জিয়ার দাবি মেনে মধ্যবর্তী নির্বাচন দিন’

আসাদ জামান / আবুল হোসেন/ মনোয়ারুল ইসলাম | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪৯ ঘণ্টা, মে ১, ২০১১
‘খালেদা জিয়ার দাবি মেনে মধ্যবর্তী নির্বাচন দিন’

গাজীপুর: খালেদা জিয়ার দাবি মেনে নিয়ে মধ্যবর্তী নির্বাচন দেওয়ার জন্য সরকারকে আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
 
রোববার বিকেলে মহান মে দিবস উপলক্ষে গাজীপুর কোনাবাড়ী কলেজমাঠে আয়োজিত শ্রমিক সমাবেশে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

গাজীপুর জেলা জাতীয়তাবাদী শ্রমিক দল এ সমাবেশ আয়োজন করে।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘নতুন করে কিছু বলার নেই। এখন আমাদের একটিই দাবি দেশনেত্রী খালেদা জিয়ার পরামর্শ মেনে নিয়ে পদত্যাগ করে মধ্যবর্তী নির্বাচন দিন। ’

তিনি বলেন, ‘সরকার ক্ষমতায় আসার আগে ঘরে ঘরে চাকরি ও নতুন কর্মসংস্থান সৃষ্টির কথা বলেছিল। কিন্ত এখন পর্যন্ত ঘরে ঘরে চাকরি তো দূরের কথা চালু কলকারখানাগুলোও বন্ধ হয়ে যাচ্ছে এ সরকারের ব্যর্থতার কারণে। ’
গাজীপুর জেলা শ্রমিক দলের সভাপতি সালাহউদ্দিন সরকারের সভাপতিত্বে আরও বক্তৃতা করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আ স ম হান্নান শাহ, নজরুল ইসলাম খান, চেয়ারপারসনের উপদেষ্টা অধ্যাপক এম এ মান্নান, যুগ্ম মহাসচিব আমান উল্লাহ আমান, সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন, শ্রমিক দলের সাধারণ সম্পাদক জাফরুল হাসান, যুবদলের সাধারণ সম্পাদক সাইফুল আলম নীরব, স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মীর শরাফত আলী সপু, মহিলা দলের সাধারণ সম্পাদক শিরিন সুলতানা, ছাত্রদলের সভাপতি সুলতান সালাউদ্দিন টুকুসহ গাজীপুর জেলা বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতারা।
বাংলাদেশ সময়: ১৭৪০ ঘণ্টা, মে ০১, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।