ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

রাজনীতি

শ্রমিকদের বড় কোনো সমস্যা নেই: মতিন মাস্টার

শামীম খান, সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩০৩ ঘণ্টা, এপ্রিল ৩০, ২০১১

ঢাকা: ‘বর্তমান সরকারে আমলে শ্রমিকদের বড় ধরণের কোনো সমস্যা নেই। সমস্যা থাকলে তারা লাল ঝান্ডা নিয়ে আন্দোলন সংগ্রামে রাস্তায় থাকতো।



এ মন্তব্য ক্ষমতাসীন আওয়ামী লীগের ভ্রাতৃপ্রতিম শ্রমিক সংগঠন জাতীয় শ্রমিক লীগের সভাপতি আব্দুল মতিন মাস্টারের।

মহান মে দিবসের প্রাক্কালে শনিবার বাংলাদেশে শ্রমিকদের বর্তমান অবস্থা জানতে চাওয়া হলে বাংলানিউজকে তিনি এ কথা বলেন।

মতিন মাস্টার বলেন, ‘বর্তমান সরকার শ্রমিকবান্ধব সরকার। একটি শ্রমবান্ধব নীতি ও আইন তৈরির জন্য সরকার আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে। আশা করছি- দ্রুতই এটা প্রণয়ন করা যাবে। শ্রমনীতি ও আইন প্রণয়ন হলে শ্রমিকদের আর কোনো সমস্যা থাকবে না। ’

তিনি বলেন, ‘শ্রম আইনের খসড়া তৈরি হয়ে গেছে। এতে ৪৭টি সেক্টরকে চিহ্নিত করা হয়েছে। ১৭টি সেক্টরে মজুরি বোর্ডের বেতন-ভাতা ঘোষণা দেওয়া হয়েছে। এর মধ্যে গার্মেন্টস, নৌ-পরিবহন সেক্টরও রয়েছে। ’

সরকার জাতীয় মজুরি উন্নয়ন কমিশন গঠন করেছে বলে জানিয়ে মতিন মাস্টার বলেন, ‘দু’মাসের মধ্যে এই কমিশন রিপোর্ট দেবে। রিপোর্ট দিলে ২০০৯ সালের জুলাই মাস থেকে বর্ধিত মজুরি কার্যকর হবে। ’

সরকারি মিল-কারখানায় ইতিমধ্যে ২০ শতাংশ মহার্ঘ ভাতা কার্যকর করা হয়েছে বলে জানিয়ে তিনি বলেন, ‘প্রতি মাসে তারা অগ্রীম এক হাজার করে টাকা পাচ্ছে।

আব্দুল মতিন মাস্টার বলেন, ‘শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠার জন্য দীর্ঘ দিন ধরে আমরা আন্দোলন-সংগ্রাম চালিয়ে যাচ্ছি। শ্রমনীতি ও আইনের যে খসড়া চুড়ান্ত হয়েছে তা অনুমোদনের আগেই প্রস্তাবনা অনুযায়ী কিছু কিছু সুবিধা শ্রমিকরা পেতে শুরু করেছে। তাই তাদের রাজপথে আন্দোলন করতে হচ্ছে না। ’

তবে বিভিন্ন কারণে গার্মেন্টস শ্রমিকরা মাঝে মধ্যে আন্দোলন করছে বলে স্বীকার করে তিনি বলেন, ‘গার্মেন্টস শ্রমিকদেরও বেতন-ভাতা বাড়ানো হয়েছে। যেখানে তাদের নূন্যতম মজুরি ১৬৬২ টাকা  থেকে বাড়িয়ে ৩ হাজার থেকে ৯ হাজার টাকা পর্যন্ত করা হয়েছে। ’

মতিন মাস্টার আরো বলেন, ‘শ্রমিকদের ন্যায্য হিস্যা, কাজ পাওয়ার অধিকার, চাকরিচ্যুত শ্রমিকদের পুনর্বাসনের ব্যবস্থা করা আমাদের দীর্ঘ দিনের দাবি। এছাড়া ট্রেড ইউনিয়ন অধিকার নিশ্চিত করাসহ শ্রমিকদের ন্যায্য পাওনা ও অধিকার নিশ্চিত করতে আমাদের সুনির্দিষ্ট প্রস্তাবনা ছিলো। খসড়া শ্রমনীতি ও আইনে এসব বিষয় অন্তর্ভুক্ত করা হয়েছে।

বাংলাদেশ সময়: ২২২৯ ঘণ্টা, এপ্রিল ৩০, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।