ঢাকা, মঙ্গলবার, ১০ বৈশাখ ১৪৩১, ২৩ এপ্রিল ২০২৪, ১৩ শাওয়াল ১৪৪৫

রাজনীতি

খালেদা জিয়ার সঙ্গে সফররত ভূটানের সংসদীয় দলের সাক্ষাৎ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫১ ঘণ্টা, এপ্রিল ৩০, ২০১১
খালেদা জিয়ার সঙ্গে সফররত ভূটানের সংসদীয় দলের সাক্ষাৎ

ঢাকা: ভুটানের সংসদের স্পিকার লিওনপো জিগমে সুলতিমের নেতৃত্বে বাংলাদেশ সফররত ৯সদস্যের সংসদীয় প্রতিনিধি দল বিরোধীদলীয় নেতা খালেদা জিয়ার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।

শনিবার সন্ধ্যা রাত আটটায় প্রতিনিধিদল সাবেক এ প্রধানমন্ত্রীর সঙ্গে তার গুলশানের রাজনৈতিক কার্যালয়ে গিয়ে সাক্ষাৎ করেন।



তারা বিএনপি চেয়ারপারসনের সঙ্গে দুই দেশের সংসদের বিষয়াদি ছাড়াও দ্বিপাক্ষিক নানা ইস্যুতে আলোচনা করেন।

এ সময় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা রিয়াজ রহমান, সাবিহ উদ্দিন আহমেদ উপস্থিত ছিলেন।

বৈঠক শেষে সাবিহ উদ্দীন আহমেদ সাংবাদিকদের বলেন, ভূটানের নতুন সংসদের কার্যক্রম সম্পর্কে প্রতিনিধি দল খালেদা জিয়াকে অবহিত করেছেন এবং ভূটানের সংবিধানের কপি তাকে উপহার দিয়েছেন।

এছাড়া তারা দু’দেশের স্বার্থ সংশ্লিষ্ট নানা বিষয় নিয়ে আলোচনা করেছেন। বাণিজ্য ও যোগাযোগ বাড়ানোর মাধ্যমে বন্ধু প্রতীম দু’দেশের সম্পর্ক জোরদার করার ওপর গুরুত্ব দিয়েছেনও তারা।

উল্লেখ্য, ভূটানের এ সংসদীয় প্রতিনিধি দল বৃহস্পতিবার বাংলাদেশ সফরে আসে।

বাংলাদেশ সময়: ২০৪৫ঘণ্টা, এপ্রিল ৩০, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।