ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

রাজনীতি

সংবিধান সংশোধন প্রসঙ্গে খন্দকার মাহবুব

বঙ্গবন্ধুকে স্বীকৃতি দিলে ভাসানি-জিয়াকেও দিতে হবে

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২৯ ঘণ্টা, এপ্রিল ৩০, ২০১১
বঙ্গবন্ধুকে স্বীকৃতি দিলে ভাসানি-জিয়াকেও দিতে হবে

ঢাকা: ‘সংবিধানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্বীকৃতি দিলে মাওলানা আব্দুল হামিদ খান ভাসানি ও জিয়াউর রহমানসহ সকলকেই স্বীকৃতি দিতে হবে। ’

এ দাবি সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি সভাপতি অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেনের।



শনিবার বিকেলে জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে জাগ্রত জনতা ফোরাম আয়োজিত ‘সংবিধান সংশোধনের চলমান প্রক্রিয়া ও গণতন্ত্রের ভবিষ্যৎ’ শীর্ষক গোলটেবিল আলোচনায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ দাবি জানান।

ফোরাম চেয়ারম্যান শহীদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনায় আরো অংশ নেন যুবদল সভাপতি অ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, বিএনপির বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক কর্নেল (অব.) শাহজাহান মিয়া, শিক্ষাবিদ অধ্যাপক ড. রফিকুল ইসলাম, মানিকগঞ্জ সদর উপজেলা চেয়ারম্যান আতাউর রহমান আতা প্রমুখ।

সুপ্রিম কোর্ট বার সভাপতি বলেন, ‘যে মুহূর্তে সংবিধান থেকে ‘বিসমিল্লাহ’ উচ্ছেদ করা হবে সে মুহূর্তে জনগণ এ সরকারকে উচ্ছেদ করবে। ’

তিনি বলেন, ‘সংবিধান একটি পবিত্র আমানত। এটাকে সংশোধন করতে হলে জনমত নিতে হবে। ’

মাহবুব হোসেন বলেন, ‘যেহেতু এ সরকার তাদের নির্বাচনী ইশতেহারে সংবিধান সংশোধনের কথা বলেনি। তাই সংবিধান সংশোধনের জন্য জনগণের কাছ থেকে ম্যান্ডেট নিয়ে আসতে হবে। ’

তিনি বলেন, ‘সংবিধান কোনো ম্যাগাজিন নয়। তাই জনগণের অধিকার নিয়ে ছেলেখেলা চলবে না। বঙ্গবন্ধুকে স্বীকৃতি দিলে ভাসানি, জিয়াসহ সকলকে স্বীকৃতি দিতে হলে। এজন্য জাতীয় ঐক্যমত্য প্রতিষ্ঠা করতে হবে। ’

ক্ষমতাসীনদের ‘সেয়ানা’ আখ্যা দিয়ে খন্দকার মাহবুব বলেন, ‘যখন মানুষ ওএমএসের চাল নিতে রাস্তায় দাঁড়াচ্ছে। তখন জনগণের দৃষ্টি ফেরানোর জন্য সংবিধান সংশোধনের স্যালাইন মেরেছে। এ চালাকি জনগণ মেনে নেবে না। এটা সম্পূর্ণ প্রতারণামূলকভাবে করা হচ্ছে। ’
 
তিনি বলেন, ‘শেখ মুজিবুর রহমান চতুর্শ সংশোধনীর মাধ্যমে বিচার বিভাগের স্বাধীনতা, সংবাদ পত্রের স্বাধীনতা, গণতন্ত্র ও মুক্তিযুদ্ধের চেতনা ধ্বংস করেছিলেন। জিয়াউর রহমান ৫ম সংশোধনীর মাধ্যমে এ অধিকার ফিরিয়ে দিয়েছেন। এখন মিথ্যা অজুহাতে এ সংশোধনী বাতিল করা হচ্ছে। ’

‘আদালত ৫ম সংশোধনীর যেসব অনুচ্ছেদ বা ধারা বাতিল করার কথা বলেছে সেগুলো ছাড়াও দলীয় স্বার্থে ২৫টি জায়গায় কাটাছেঁড়া করা হয়েছে’ বলেও অভিযোগ করেন সুপ্রিম কোর্ট বার সভাপতি।

বাংলাদেশ সময়: ১৮১৮ ঘণ্টা, এপ্রিল ৩০, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।