ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

রাজনীতি

খালেদা জিয়া পূর্ণমন্ত্রীর সুযোগ ভোগ করেন: ভূমিমন্ত্রী

জেলা সংবাদদাতা | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩৬ ঘণ্টা, এপ্রিল ৩০, ২০১১
খালেদা জিয়া পূর্ণমন্ত্রীর সুযোগ ভোগ করেন: ভূমিমন্ত্রী

জামালপুর: ভূমিমন্ত্রী রেজাউল করিম হীরা বলেছেন, ‘খালেদা জিয়া সংসদে বিরোধীদলীয় নেত্রী হিসেবে পূর্ণমন্ত্রীর সকল সুযোগ-সবিধা ভোগ করছেন। ’

তিনি আরও বলেন, ‘তার দলের এমপিরা টিআর-কাবিখাসহ সকল সুবিধা নিচ্ছেন আর অন্যদিকে গণতন্ত্র নস্যাৎ করতে মাঠে নেমেছেন।



শনিবার দুপুরে  জামালপুর সদর উপজেলা পরিষদ মিলনায়তনে প্রশিক্ষণপ্রাপ্ত মহিলাদের মধ্যে সেলাই মেশিন বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।
 
ভূমিমন্ত্রী বলেন, ‘ধর্মের নামে বিশৃঙ্খলা সৃষ্টি করতে আমিনীদের মাঠে নামানো হয়েছে। ’

খালেদা জিয়া মধ্যবতী নির্বাচন চান-এটাও সংবিধান পরিপন্থি উল্লেখ করে মন্ত্রী আরও বলেন, ‘এদেশের মানুষের গণতন্ত্রে বিশ্বাস করে। তারা আর দুঃশাসনে ফিরে যেতে চায়না। ’

জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মৃণাল কান্তি দেবের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট বাকী বিল্লাহ, মহিলা বিষয়ক সম্পাদিকা সালমা আক্তার, উপজেলা চেয়ারম্যান বিজন কুমার চন্দ, উপজেলা নির্বাহী কর্মকর্তা আলমগীর হোসেন প্রমুখ।

পরে মন্ত্রী জেলা পরিষদের অর্থায়নে প্রশিক্ষণপ্রাপ্ত দরিদ্র ৩২ জন নারীদের মধ্যে সেলাই মেশিন বিতরণ করেন।

বাংলাদেশ সময়: ১৬৩০ ঘণ্টা, এপ্রিল ৩০, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।