ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

রাজনীতি

ভোলায় ইসলামী আন্দোলনের বিক্ষোভে পুলিশের বাধা

জেলা প্রতিনিধি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০৫ ঘণ্টা, এপ্রিল ২৯, ২০১১

ভোলা: ভোলায় পুলিশি বাধার মুখে বিক্ষোভ মিছিল করতে পারেনি ইসলামী আন্দোলন।

শুক্রবার বিকেলে নারী নীতিমালা, শিক্ষানীতি ও ফতোয়া বিরোধী রায় বাতিলের দাবিতে ইসলামী আন্দোলন ভোলা শাখার একটি বিক্ষোভ মিছিল বের হলে পুলিশ বাধা দেয়।



এর আগে ইসলামী আন্দোলনের বিপুল সংখ্যক নেতাকর্মী ও সমর্থক কালিনাথ বাজার হাটখোলা জামে মসজিদে সমবেত হয়। এ সময় পুলিশ রাস্তার বিভিন্ন পয়েন্টে অবস্থান নিয়ে তাদের আটকে রাখে। তারা ব্যানার নিয়ে মিছিল বের করতে চাইলে পুলিশের কঠোর অবস্থানের কারণে সামনে এগুতে পারেনি।

এরপর মসজিদের সামনে তাৎক্ষণিক সমাবেশে বক্তব্য রাখেন ইসলামী আন্দোলনের সভাপতি মাওলানা তাজুল ইসলাম, সাধারণ সম্পাদক মাওলানা মিজানুর রহমান, সাংগঠনিক সম্পাদক মাওলানা আতাউর রহমান প্রমুখ।

মিছিলে বাধা দেওয়ার ব্যাপারে ভোলা থানার উপ-পরিদর্শক মো. ফারুক জানান, বিশৃঙ্খলার আশঙ্কায় পুলিশ বাধা দেয়।

বাংলাদেশ সময়: ২০৫৯, এপ্রিল ২৯, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।