ঢাকা, শুক্রবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

রাজনীতি

পাল্টা কর্মসূচি দেবে না আ.লীগ: হানিফ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪৮ ঘণ্টা, এপ্রিল ২৫, ২০১১
পাল্টা কর্মসূচি দেবে না আ.লীগ: হানিফ

ঢাকা: মধ্যবর্তী নির্বাচনের দাবিতে বিএনপি যে আন্দোলনে যাচ্ছে তার জবাবে আওয়ামী লীগ কোন পাল্টা কর্মসূচি দেবে না বলে ঘোষণা করেছেন দলটির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ। তবে সরকারের উন্নয়নমূলক কর্মকাণ্ড ব্যহত করার যে কোন তৎপরতার বিরুদ্ধে রুখে দাঁড়াতে দেশবাসীর প্রতি আহবান জানিয়েছেন তিনি।



ধানম-িতে সোমবার বিকেলে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ আহবান জানান।

জনগণ বিএনপির আন্দোলনে থাকবে না বলে দাবি করে হানিফ আরো বলেন, ‘নির্বাচনী প্রতিশ্রুতি পূরণের বিষয় ও উন্নয়ণমূলক কর্মকা- জনগণের সামনে তুলে ধরবো আমরা। ’

এ সময় দলের সাংগঠনিক সম্পাদক আহমেদ হোসেন, বিএম মোজাম্মেল হক, খালিদ মাহমুদ চৌধুরী, তথ্য ও গবেষণা সম্পাদক অ্যাডভোকেট আফজাল হোসেন, উপ-প্রচার সম্পাদক মৃণাল কান্তি দাস প্রমুখ উপস্থিত ছিলেন।

হানিফ বলেন, ‘বিএনপি অতীত অপকর্ম আড়াল করতে সম্প্রতি মাত্রাতিরিক্ত মিথ্যাচার, তথ্য বিকৃতি ও অসৌজন্যমূলক বক্তব্য দিয়ে  দেশবাসীকে বিভ্রান্ত করার তৎপরতা চালাচ্ছে। ’

সরকারের উন্নয়ণমূলক কর্মকা- ব্যহত করতে বিএনপি আন্দোলনের হুমকি দিচ্ছে বলে অভিযোগ করে তিনি বলেন, ‘২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত বিএনপি জোট সরকার ও পরবর্তীতে তত্ত্বাবধায়ক সরকারের আমলে এক মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হয়নি। বর্তমান সরকার দুই বছরে জাতীয় গ্রিডে এক হাজার ৪শ’ ৫০ মেগাওয়াট বিদ্যুৎ যোগ করেছে। আগামী ডিসেম্বরে আরো ১ হাজার মেগাওয়াট জাতীয় গ্রিডে যোগ হবে। ’

হানিফ বলেন, ‘ইতিমধ্যে ৩৯টি বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের কার্যক্রম নেওয়া হয়েছে। যার মাধ্যমে ২০১২ সালের মধ্যে প্রায় ৪ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন সম্ভব হবে। আমরা আশা করছি, নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী ২০১৩ সালের মধ্যে ৭ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করে দেশের চাহিদা পূরণ করেও বিদ্যুৎ উদ্বৃত্ত রাখা সম্ভব হবে। ’

তিনি বলেন, ‘বিএনপি-জামায়াত জোট বিদ্যুৎ খাতের হাজার হাজার কোটি টাকা লুটপাট করেছে। তাদের মুখে বিদ্যুৎ উৎপাদনে সরকারের ব্যর্থতার সমালোচনা সাজে না। ’

খালেদা জিয়ার দুই ছেলের লুটপাটের কাহিনী দেশবাসীর জানা বলে মন্তব্য করে হানিফ বলেন, ‘তার ছেলে তারেক-কোকো বাংলাদেশকে লুটপাট ও সন্ত্রাসের জনপদে পরিণত করেছিলো। ’ বিশ্বখ্যাত  প্রতিষ্ঠান সিমেন্সের কাছ থেকে খালেদা জিয়ার দুই পুত্র তারেক-কোকো যে বিপুল অংকের টাকা ঘুষ নিয়েছিলো সেটা ওই সময় আন্তর্জাতিক পরিম-লে আলোচিত ছিলো। বিচারে শাস্তি থেকে নিস্কৃতি পাওয়ার জন্য হীন উদ্দেশে প্যারোলকে অপব্যবহার করে তারা বিদেশে বিলাসবহুল জীবন যাপন করছেন। ’

হানিফ বলেন, ‘আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই- তারেক ও কোকো আইনের উর্দ্ধে নয়। বাংলাদেশের সকল নাগরিকই আইনের দৃষ্টিতে সমান। তাদের বাবা ও মা অতীতে কি ছিলেন সে পরিচয়ে রেহাই পাওয়ার কোন সুযোগ নেই। ’

তিনি বলেন, ‘২০০৬ সালে খালেদা জিয়া ক্ষমতা ছাড়ার কয়েক দিন আগে বিশেষ বিমানে ৪ শতাধিক সুটকেস ও লাগেজ ভর্তি যে ধন-সম্পদ পাচার করেছিলেন তার কি জবাব দেবেন তিনি। ’

তিনি বলেন, ‘আমরা গোয়েন্দা সংস্থার মাধ্যমে তদন্ত চালিয়ে যাচ্ছি। তাদের প্রতিও আহবান জানাই তারা কি পাচার করেছিলেন তা জাতিকে জানাক। ’

বিএনপির মধ্যবর্তী নির্বাচনের দাবি প্রসঙ্গে হানিফ বলেন, গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় নির্বাচনই সরকার ও রাষ্ট্র পরিচালনায় আরোহনের একমাত্র পথ। একটি নির্দিষ্ট মেয়াদে দেশ পরিচালনার জন্য জনগণ একটি রাজনৈতিক দলকে ভোটাধিকার প্রয়োগ করে ও সরকার গঠনের সুযোগ দিয়ে থাকেন। তাই যখন তখন নির্বাচনের প্রশ্ন তোলা গণতান্ত্রিক মনোভাবের পরিচয় বহন করে না। বিএনপি যদি গণতন্ত্রের প্রতি শ্রদ্ধাশীল হয় তাহলে নির্দিষ্ট মেয়াদ পর্যন্ত অপেক্ষা করুন। ’

আওয়ামী লীগকে আন্দোলন সংগ্রামের ভয় দেখিয়ে কোনো লাভ নেই বলে মন্তব্য করে হানিফ বলেন, ‘আন্দোলনের মাধ্যমে এ দলটির জন্ম ও বিকাশ। তবে তাদের আন্দোলনের জবাবে আওয়ামী লীগ পাল্টা কোনো কর্মসূচি দেবে না। সরকারের উন্নয়নমূলক কর্মকা- জনগনের সামনে তুলে ধরে তাদেরকে আওয়ামী লীগের সঙ্গে সম্পৃক্ত রাখবে। ’

তিনি বলেন, ‘আশা করি জনগন আমাদের সঙ্গেই থাকবে।

বাংলাদেশ সময়: ১৮৩৬ ঘণ্টা, এপ্রিল ২৫, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।