ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

রাজনীতি

নারীনীতি নিয়ে রাজনৈতিক ফায়দা লোটার চেষ্টা হচ্ছে: ইউনাইটেড সুন্নী ফ্রন্ট

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪৮ ঘণ্টা, এপ্রিল ২৫, ২০১১
নারীনীতি নিয়ে রাজনৈতিক ফায়দা লোটার চেষ্টা হচ্ছে: ইউনাইটেড সুন্নী ফ্রন্ট

ঢাকা: নারীনীতি নিয়ে মুফতি আমিনীরা ধর্মপ্রাণ মুসলমানদের মধ্যে বিভ্রান্তি সৃষ্টির মাধ্যমে রাজনৈতিক ফায়দা লোটার চেষ্টা করছে বলে দাবী করেছে ইউনাইটেড সুন্নী ফ্রন্ট।

সোমবার নারী উন্নয়ন নীতিমালা নিয়ে মিথ্যা ও বিভ্রান্তিকর পরিবেশ সৃষ্টির প্রতিবাদে আয়োজিত এক সমাবেশে সংগঠনের নেতারা এ কথা বলেন।



জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

বক্তারা বলেন, সরকার বলেছে, নারীনীতি বাস্তবায়নে কুরআন সুন্নাহ’র বিরোধীতা করে কোনো আইন করা হবে না।

বক্তারা আরো বলেন, জাতিসংঘ ১৯৭৯ সালে সিডো সনদ করেছে। এটি কোনো নির্দিষ্ট দেশের নির্দিষ্ট ধর্মের জন্য করা হয়নি। আজ একটি গোষ্ঠী এর দোহাই দিয়ে ধর্মপ্রাণ মুসলমানদের বিভ্রান্ত করার চেষ্টা করছে। ’

সুন্নী সংগঠনের সঙ্গে আলোচনা করে সরকারকে নারীনীতি বাস্তবায়ন করার আহবান জানান বক্তারা।

সংগঠনের চেয়ারম্যান আলহাজ শায়খ খন্দকার গোলাম মাওলা নক্সবন্দীর সভাপতিত্বে সমাবেশে উপস্থিত ছিলেন সংগঠনের ভারপ্রাপ্ত মহাসচিব আলহাজ হযরত মাওলানা খাজা আরিফুর রহমান তাহেরী, শাহ সুফী সৈয়দ বেলাল নুরী আল সুরেশ্বরী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস বিভাগের অধ্যাপক ড. আতাউর রহমান মিয়াজী প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৬৪২ ঘণ্টা, এপ্রিল ২৫, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।